দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ট্যাংরায় একই পরিবারের তিন সদস্যের খুনের ঘটনায় তোলপাড় হয়ে গেছিল রাজ্যে। সেই ঘটনার ৯৯ ডিনের মাথায় অবশেষে চার্জশিট দিল পুলিশ। প্রধান অভিযুক্ত হিসেবে রাখা হয়েছে দে পরিবারের দুই ভাই প্রণয় এবং প্রসূনকেই। ইতিমধ্যে দুই ভাই গ্রেফতার হয়েছেন|মূল ঘটনার ৯৯ দিনের মাথায় চার্জশিট জমা পড়ল আদালতে। তাতে অভিযুক্ত হিসাবে রাখা হয়েছে দে পরিবারের দুই ভাই প্রণয় দে এবং প্রসূন দে-র নাম। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। চার্জশিটে সেই ধারাগুলি উল্লেখ করেছে পুলিশ। প্রণয়, প্রসূন দু’জনেই আপাতত জেল হেফাজতে রয়েছেন।এছড়াও, কোন ধারায় কী শাস্তির বিধান রয়েছে তা উল্লেখ করা হয়। বৃহস্পতিবার পুলিশের তরফে শিয়ালদহ আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে।গত ফেব্রুয়ারি মাসে ট্যাংরায় দে পরিবারের দুই স্ত্রীর হাতের শিরা ও গলা কেটে এবং কিশোরী মেয়েকে শ্বাসরোধ করে খুন করে নাবালক ছেলেকে সঙ্গে নিয়ে গাড়ির দুর্ঘটনা ঘটিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বড় ভাই প্রণয় ও ছোট ভাই প্রসূন। ঘটনার বেশ কয়েকদিন পর পর্যন্ত তাঁরা সকলেই হাসপাতালে ভর্তি ছিলেন। ছাড়া পাওয়ার পর প্রথমে গ্রেফতার করা হয়েছিল প্রসূনকে। আর চলতি মাসে হাসপাতালে থেকে ছাড়া পেলে গ্রেফতার হন বড় ভাইও। তারপরই এই মামলায় চার্জশিট দিল পুলিশ।বৃহস্পতিবার শিয়ালদহ আদালতে পুলিশ এই চার্জশিট জমা দিয়েছে। তাতে খুন, খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়েছে। অর্থাৎ দোষ প্রমাণ হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হবে দুই ভাই বা কোনও এক ভাইয়ের। ছোট ভাই প্রসূন আগেই অবশ্য খুনের কথা স্বীকার করেছিলেন। তবে এও জানা গেছিল, তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন দাদাও। এক্ষেত্রে অনুমান, সাজা হলে ছোট ভাইয়ের তুলনায় বড় ভাইয়ের কম হবে। কিন্তু দুজনেই যে ঘটনার সঙ্গে যুক্ত তা স্পষ্ট।
Hindustan TV Bangla Bengali News Portal