Breaking News

গড়িয়াহাটের ভাড়াবাড়িতে ওড়িশার পুলিশকর্মীর রহস্যমৃত্যু!দরজা ভেঙে উদ্ধার দেহ,আত্মহত্যা নাকি অন্য কিছু?

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গড়িয়াহাটে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিন্‌ রাজ্যের এক পুলিশকর্মীর দেহ উদ্ধার করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘরের দরজা বন্ধ করে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেন ওই যুবক।জানা গিয়েছে, মৃত পুলিশকর্মীর নাম সুব্রত কুমার সাহু। ওড়িশার কেওনঝারের বাসিন্দা তিনি। ওড়িশা পুলিশে কর্মরত ছিলেন সুব্রত। সম্প্রতি ট্রেনিংয়ের জন্য কলকাতা আসেন তিনি। সঙ্গে সহকর্মীরাও ছিলেন। গড়িয়াহাট থানার হিন্দুস্থান পার্কের একটি বাড়িতে সহকর্মীদের সঙ্গে ভাড়া থাকতেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার দীর্ঘক্ষণ একা ছিলেন সুব্রত। তাতে সন্দেহ হয় সহকর্মীদের। এরপর ঘরে খুঁজতেই মেলে সুব্রতর ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গড়িয়াহাট থানায়। রাতেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী রিপোর্ট এখনও মেলেনি। প্রাথমিকভাবে অনুমান, আত্মঘাতী হয়েছেন সুব্রত। কিন্তু কেন? তা নিয়ে রয়েছে হাজারও প্রশ্ন। যার উত্তর পেতে মৃতের পরিবার ও পরিজনদের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা। তবে আদৌ আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী নাকি নেপথ্যে অন্যকোনও রহস্য, ময়নাতদন্তের রিপোর্টে তা স্পষ্ট হবে বলেই জানিয়েছন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, সুব্রতের ঘর থেকে একটি চিরকুট উদ্ধার হয়েছে। ওড়িয়া ভাষায় লেখা চিরকুটটিকে সুইসাইড নোট বলেই মনে করা হচ্ছে। তাতে কী লেখা এবং সত্যিই সেটা সুব্রত লিখেছেন কি না, তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে ওড়িশার পুলিশকর্তাদের খবর দেওয়া হয়েছে। সুব্রতের মৃত্যুসংবাদ দেওয়া হয়েছে তাঁর পরিবারকে। প্রাথমিক তদন্তের পর আত্মহত্যা বলেই দাবি করেছে পুলিশ। মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। তবে কী কারণে তিনি আত্মহত্যা করলেন তা তদন্তসাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *