প্রসেনজিৎ ধর, কলকাতা :-প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল। নতুন ফলাফল প্রকাশে মেধা তালিকাতেও পরিবর্তন হয়েছে। প্রথম দশে স্থান পেয়েছে আরও ৯ জন পডুয়া। নয়া ফল প্রকাশের পর মেধাতালিকায় জায়গা করে নিল মোট ৭৫ জন পড়ুয়া। ২মে ফলাফল প্রকাশের দিন সংখ্যাটি ছিল ৬৬। বর্তমানে মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নিল ৭৫ জন । বুধবার সকাল ন’টা নাগাদ প্রকাশিত হয়েছে মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনির ফলাফল ৷ তারপরই এই বিরাট রদবদল চোখে পড়ে ৷ https://result.wbbsedata.com এর সাহায্যে পরীক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাবে । পূর্ব মেদিনীপুরের সুপ্রতীক মান্নার মেধাতালিকার চতুর্থ ছিলেন । সেখান থেকে বর্তমানে স্থান হয়েছে দ্বিতীয় । তার প্রাপ্ত নম্বর ৬৯৪। অষ্টম স্থানে ছিল মালদার সৃজন প্রামাণিক এবং বাঁকুড়ার সুপ্তিক মুখোপাধ্যায় ৷ স্থান বদলে তারা সপ্তমে উঠে এসেছে ৷ তাদের প্রাপ্ত নম্বর হয়েছে ৬৮৯। একাদশ থেকে অষ্টম স্থানে এসেছে বাঁকুড়ার দেবজিৎ লাহা এবং পূর্ব মেদিনীপুরের অন্তরীপ মাইতি । তাদের প্রাপ্ত নম্বর ৬৮৮ ৷ এছাড়াও একাদশ থেকে নবম স্থানে উঠে এসেছে দক্ষিণ দিনাজপুরের চয়ন রায় । তার প্রাপ্ত নম্বর ৬৮৭| দশম থেকে ৬৮৭ নম্বর নিয়ে বীরভূমের সম্যক দাস এসেছে নবম স্থানে । দ্বাদশ থেকে নবম স্থানে এসেছে পূর্ব মেদিনীপুরের রূপম দীক্ষিত । তারও প্রাপ্ত নম্বর ৬৮৭। একাদশ থেকে দশম স্থানে এসেছে কোচবিহারের অনন্যা মজুমদার ও দক্ষিণ ২৪পরগনার প্রেরণা বৈদ্য । তাদের প্রাপ্ত নম্বর ৬৮৬। দ্বাদশ থেকে দশম স্থানে এসেছে মালদার প্রজ্ঞান দেবনাথ এবং বাঁকুড়ার সায়নদীপ ঘোষ । এদের দুজনের প্রাপ্ত নম্বর ৬৮৬ । ত্রয়োদশে ছিল সোহম করণ । যে ৬৮৬ নম্বর পেয়ে দশম স্থানে অধিকার করেছে ।সব মিলিয়ে স্কুটিনির পর ১০,৬০ জন পরীক্ষার্থীর নম্বরের পরিবর্তন হয়েছে। রিভিউর পর ১,১৮২ জনের নম্বরের পরিবর্তন হয়েছে। নতুন ফল প্রকাশে ব্যাপক রদলদল হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছে। পড়ুয়ারা নিজেদের স্কুলে পুরনো মার্কশিট জমা দিয়ে নতুন মার্কশিট সংগ্রহ করতে পারবে।
Hindustan TV Bangla Bengali News Portal