Breaking News

বর্ষার শুরুতেই শহরে ডেঙ্গুতে মৃত্যু!মৃত্যু সপ্তম শ্রেণীর ছাত্রীর,শোকস্তব্ধ এলাকাবাসী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বর্ষাকাল শুরু হতেই মশার উৎপাত চলছে| ইতিমধ্যেই শহরজুড়ে বাড়তে শুরু করেছে ম্যালেরিয়া, ডেঙ্গু | ফের ভয়াবহ রূপ দেখাল ডেঙ্গু| দমদমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল সপ্তম শ্রেণীর ছাত্রীর |সপ্তম শ্রেণির ছাত্রী সারণী পড়ত বৈদ্যনাথ গার্লস হাইস্কুলে। পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জ্বর ও শারীরিক দুর্বলতার জন্য তাকে প্রথমে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিৎসায় ত্রুটি থাকায় তার অবস্থার আরও অবনতি হয়। পরে তাকে তপসিয়ার একটি বড় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। ঘটনার জেরে শোকস্তব্ধ এলাকা। একই সঙ্গে ছড়িয়েছে ডেঙ্গির আতঙ্কও।স্থানীয়রা জানান, সাধারণ জ্বর হয়েছিল। সেই সমস্যার জন্য দক্ষিণ দমদমের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে যাওয়া যায় তপসিয়ার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই ভর্তি করা হয় ১৯ তারিখ । তার পরিবারের একজন জানান, চিকিৎসকের তরফে আমাদের জানানো হয়েছিল, ওর ফুসফুসে জল জমে গিয়েছিল। এক্স-রে করে দেখা হয়। এর জন্য ওর শ্বাসজনিত সমস্যা হচ্ছিল।” প্রতি বছর বৃষ্টির মরশুম শুরু হলেই বারে ডেঙ্গি। এই বছর বিগত কিছুদিন ধরেই বৃষ্টিতে ভিজছে শহর কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলা। চিকিৎসকদের তরফে বারবার সতর্ক করা হচ্ছে । যাতে কোথাও জল না-জমে। ফুলহাতা জামা প্যান্ট পড়ে থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা। জ্বর হলেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। জ্বর যদি না-কমে তিন দিনের মাথায় দরকারে টেস্টও করতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ৷

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *