দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বড়সড় বিপত্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে। হুড়মুড়িয়ে খুলে গেল কাঠের বিরাট বিম। অল্পের জন্য রক্ষা পেয়েছেন দুই ছাত্রী। বিডন স্ট্রিটে রয়েছে সেই হস্টেল। সেই গার্লস হস্টেলের ছাদ থেকে আচমকাই বিম খুলে নীচে পড়ে যায়। তবে সেই সময় অন্য প্রান্তে ছিলেন ছাত্রীরা। তার জেরে তারা অল্পের জন্য রক্ষা পান। না হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।হোস্টলের ১৭ নম্বর ঘরে আচমকায় ভেঙে পড়ে লোহার বিম ও চাঙর। সেই সময় ঘরে এক থেকে দু’জন ছাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। এক আবাসিক না থাকায় বেডটি খালি ছিল। রাতে সেই বেডেই ভেঙে পড়ে লোহার বিম। রীতিমতো আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। কার্যত রাত জেগে কাটান পড়ুয়ারা।এই ধরনের বিপজ্জনক ঘটনা আগেও ঘটেছে বলে দাবি ছাত্রীদের। হস্টেলের অন্তত ৭৫ জন আবাসিককে ইতিমধ্যেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্য হস্টেলগুলিতে তাঁদের অস্থায়ীভাবে স্থানান্তর করা হবে।
কিন্তু এই সময় হস্টেল বদল নিয়ে উদ্বিগ্ন ছাত্রীরা। তাঁদের বক্তব্য, “সামনেই আমাদের পরীক্ষা শুরু। ঠিক এই সময় পরিবেশ বদলে গেলে মনঃসংযোগ নষ্ট হবে। পড়াশোনায় বড় ধাক্কা লাগতে পারে।” কিন্তু হস্টেলের রুমগুলির বর্তমানে যা অবস্থা তাতে সেখানে থাকাও ঝুঁকিপূর্ণ। তাই তাঁদের অন্য জায়গায় সরে যাওয়া ছাড়া উপায় নেই।এদিকে ঘটনার পর ইতিমধ্যে ইঞ্জিনিয়াররা এসে ঘটনাস্থল ঘুরে দেখেন এবং হস্টেলটি আপাতত খালি করে দেওয়ার পরামর্শ দেন। ছাত্রীরা এখন অপেক্ষা করছেন বিশ্ববিদ্যালয় কত দ্রুত বিকল্প ব্যবস্থা করে। কর্তৃপক্ষ অবশ্য বলছে, তাঁরা পরিস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করছে।
Hindustan TV Bangla Bengali News Portal