প্রসেনজিৎ ধর, কলকাতা :-খাস কলকাতায় ফ্ল্যাটের ছাদ থেকে তরুণীর মরণঝাঁপ | আবাসনের সামনে থেকে উদ্ধার রক্তাক্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল যোধপুর পার্ক এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।কলকাতার যোধপুর পার্ক এলাকার এক আবাসনে দিদির সঙ্গে থাকতেন সায়নী শেখ নামের ওই তরুণী। বুধবার সকালে ওই আবাসনের ফ্ল্যাটের ছাদ থেকে তিনি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়দের দাবি। ইতিমধ্যেই তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ কী, সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করা হয়নি।স্থানীয় সূত্রে খবর, কালনা কলেজে সাইকোলজি নিয়ে পড়াশোনা করতেন সায়নী। তবে ১৫ বছর বয়স থেকে তিনি মনোরোগে ভুগছিলেন। জানান হয়েছে, বুধবার সকালে পারিবারিক কিছু সমস্যা হয়েছিল তাঁর। এমনকী দিদির সঙ্গে কথা কাটাকাটিও হয়। ঠিক এরপরই তিনি ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন বলে মনে করছেন প্রতিবেশীরা।
এদিন সকালে আবাসনের বাসিন্দারা আচমকা বিকট একটি শব্দ পান। পরে নীচে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় তরুণীর মৃতদেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি আত্মহত্যাই মনে হলে তার কী কারণ সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। পারিবারিক অশান্তি, মনোরোগ নাকি প্রেমঘটিত বিষয় সবদিকটাই নজরে রয়েছে তদন্তকারীদের।
Hindustan TV Bangla Bengali News Portal