দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের বোমাতঙ্কের ছায়া কলকাতার স্কুলে। বুধবার সকালে শহরের দুই নামী শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হল ইমেল—‘দুপুর দু’টোর মধ্যে উড়িয়ে দেওয়া হবে স্কুল’। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় ক্লাস, তৎপর হয় পুলিশ ও বম্ব স্কোয়াড। সঙ্গে সঙ্গে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় এবং কড়া নিরাপত্তায়এলাকা মুড়ে শুরু হয় তল্লাশি।দুটি স্কুলের উর্দ্ধতন কর্তৃপক্ষ খবর দেয় থানায়। স্কুলে আসে পুলিশ ও বোম স্কোয়াড টিম। দীর্ঘ সময় ধরে চলে পুলিশের তল্লাশি অভিযান।জানা গেছে, বুধবার সকালে আনন্দপুর এবং শিয়ালদহ চত্বরের দুই স্কুলে বোমা রাখা আছে, এই মর্মে ইমেল করা হয়। বলা হয়, দুপুর দু’টোয় স্কুল উড়িয়ে দেওয়া হবে। ইমেল আসার পরই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। খবর যায় দুই থানায়। ছুটে আসে আনন্দপুর এবং তালতলা থানার পুলিশ। আসে বম্ব স্কোয়াডও। পুলিশ কুকুর আনা হয়। শুরু হয় তল্লাশি। কিন্তু কিছুই মেলেনি। ইমেলে উল্লেখ করা সময় পেরিয়ে গেলেও বিস্ফোরণ ঘটেনি। এরপরই তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ইমেল পাঠাল, তা খতিয়ে দেখা হচ্ছে।তালতলা ও আনন্দপুর থানার পুলিশ দ্রুত ছুটে আসে স্কুল চত্বরে। সঙ্গে আসে বম্ব স্কোয়াড ও পুলিশ কুকুর। চলে চুলচেরা তল্লাশি, কিন্তু মেলেনি কোনও বোমা বা সন্দেহজনক বস্তু।তবুও আতঙ্ক কাটেনি। পুলিশ জানিয়েছে, ইমেলে উল্লিখিত সময় পার হলেও কোনও বিস্ফোরণ ঘটেনি। এই নিয়ে তদন্ত চলছে। ইমেল কারা পাঠাল, কী উদ্দেশ্যেই বা পাঠাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তবে এটা কলকাতায় প্রথম নয়। এর আগেও, চলতি বছরের এপ্রিল মাসে শহরের একাধিক স্কুলে মেলে বোমা হুমকির ইমেল। তখন নববর্ষের ছুটির জন্য স্কুল বন্ধ থাকায় প্রথমে বেশি হইচই না হলেও, পরে বম্ব স্কোয়াড নামিয়ে তল্লাশি চালিয়েছিল কলকাতা পুলিশ। সেবারও কোনও বোমা মেলেনি।
Hindustan TV Bangla Bengali News Portal