প্রসেনজিৎ ধর, কলকাতা :-কসবা কলেজে ‘গণধর্ষণে’র ঘটনায় মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গোটা ঘটনায় শোকপ্রকাশ করে কলেজের জেনারেল বডির বৈঠক ডাকার নির্দেশ দিলেন তিনি। নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়টিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।সাউথ ক্যালকাটা ল কলেজের ভিতরে এমন ভয়াবহ ঘটনার পর রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শিক্ষাব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠানে আদৌ কোনও সুরক্ষা আছে কিনা, উঠছে সেই প্রশ্নও। ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন,কথায়, “দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা হতবাক। কলেজের ভাইস প্রিন্সিপালকে জেনারেল বডি মিটিং ডাকতে বলেছি। নিরাপত্তা সংক্রান্ত কোনও গাফিলতি থাকলে তা খতিয়ে দেখা হবে। নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বিচার পাইয়ে দিতে উপযুক্ত পদক্ষেপ করা হবে। সঙ্গে সঙ্গে তিনি কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন। নির্দেশ দেওয়া হয়েছে গভর্নিং বডির জরুরি বৈঠক ডাকারও। জানা গিয়েছে, আগামী সোমবার বসতে চলেছে সেই বৈঠক।কলেজে কীভাবে এত বড় গাফিলতি ঘটল, তা খতিয়ে দেখতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগের বিষয়েও আলোচনা করতে বলা হয়েছে।শুক্রবার সকাল থেকে কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় পড়ে। নির্যাতিতা দাবি করেন, বুধবার সন্ধ্যায় তাঁকে ডাকা হয়েছিল গার্ড রুমে। অভিযোগ, তিনি সেখানে গেলে তাঁর উপর চড়াও হন তিনজন। গণধর্ষণ করা হয় বলে অভিযোগ| ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন| অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেন পুলিশ আধিকারিকরা। প্রথমে দু’জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চলে| তাঁদের থেকেই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়| কালবিলম্ব না করে মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয়| শনিবার সকালে কলেজের সরকারি নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে|
Hindustan TV Bangla Bengali News Portal