দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রায় ৫২ ঘণ্টা বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত পথ দুর্গাপুর সেতু বা ডিরোজিও সেতু। শনিবার দুপুর ২টো থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে সেতুটি। চলবে রক্ষণাবেক্ষণের কাজ। এ জন্য দুপুর থেকে ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ জানাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সমস্ত সেতুর স্বাস্থ্যপরীক্ষা শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে ডিরোজিও সেতুতে ‘লোড টেস্ট’ হবে। অর্থাৎ, সেতুর স্থায়িত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য খুঁটিনাটি পরীক্ষা করবেন বিশেষজ্ঞেরা।শনিবার ও রবিবার গাড়ির চাপ কম থাকায়, এই দুই দিন বেছে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। দক্ষিণমুখী সমস্ত বাস-অটো ও গাড়ি এই ৪০ ঘণ্টা ঘুরিয়ে দেওয়া হবে আলিপুর রোড ও গোবিন্দ আঢ্য রোডের দিক থেকে। আর উত্তরমুখী গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে নিউ আলিপুর আইল্যান্ড থেকে। সূত্রের খবর, কিছুদিন আগে এই সেতুর একাংশে আগুন লাগে। তখন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল পরিকাঠামো। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের পর ক্রংক্রিটের অংশ ভঙ্গুর হয়ে যায়। তাই ‘কার্বন র্যাপিং’-এর মাধ্যমে গার্ডারগুলি শক্তিশালী করা হবে। সেই কাজ করতে ৪০-৫২ ঘণ্টা সময় লাগতে পারে। উল্লেখ্য, বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন, রাজ্যের সমস্ত সেতুর স্বাস্থ্যপরীক্ষা করতে হবে। সেই মতোই শুরু হল কাজ ।
Hindustan TV Bangla Bengali News Portal