দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সপ্তাহান্তে ফের মেট্রোয় বিভ্রাট| শনিবার দুপুরে মেট্রোয় গোলযোগের জেরে বিপাকে পড়লেন যাত্রীরা। শনিবার দুপুর প্রায় সাড়ে ৩টে থেকে যান্ত্রিক ত্রুটির কারণে ময়দান থেকে কবি সুভাষ মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে ।ময়দান থেকে দক্ষিণেশ্বরে মেট্রো চললেও বাকি অংশে বন্ধ। যতীন দাস পার্ক ও নেতাজি ভবন স্টেশনের মাঝে টেকনিক্যাল কিছু সমস্যার জন্য দাঁড়িয়ে যায় মেট্রো। চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা। শনিবার দুপুর ৩টে ৩২ মিনিট নাগাদ মেট্রোয় যান্ত্রিক ত্রুটি দেখা যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। আপ ও ডাউনে পরপর দাঁড়িয়ে যায় রেকগুলি। দরজা খুলে যায়। যাত্রীদের নেমে যেতে বলা হয়। কিন্তু কী কারণে চলাচলে ছেদ পড়ল তখনই তা জানা যায়নি। পরে খবর পাওয়া যায়, যতীন দাস পার্ক ও নেতাজি ভবন স্টেশনের মাঝে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য দাঁড়িয়ে পড়েছে মেট্রো। তবে কিছুক্ষণের মধ্যেই ময়দান- দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চালানো শুরু হয়। এই স্টেশনগুলির মাঝে আপ-ডাউনেই মেট্রো চলছে।
তবে সেই যান্ত্রিক ত্রুটি ঠিক কী, সে বিষয়ে তাঁরাও এখনও নিশ্চিত নন। শনিবার বলে অনেক অফিস কাছারিতেই অর্ধদিবস কাজ হয়। গোলযোগের জেরে ডাউন লাইনে থমকে গিয়েছে মেট্রো পরিষেবা। ওই মেট্রোর পিছনে থাকা ট্রেনগুলিও পর পর দাঁড়িয়ে পড়েছে।মেট্রো বন্ধের কারণে বিপাকে পড়েছেন সেই সমস্ত অফিসফেরত ও সাধারণ যাত্রীরা।
Hindustan TV Bangla Bengali News Portal