প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা লাগাতার হেনস্তার শিকার হচ্ছেন। বিশেষ করে বিজেপি শাসিত ওড়িশার কটকে বেশি আক্রান্ত হচ্ছেন বাংলার শ্রমিকরা। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তীব্র নিন্দা করেছেন। এবার বাংলা ভাষাভাষী শ্রমিকদের উপর ধারাবাহিক হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে দায়ের হল তিনটি মামলা। এই মামলাগুলি দায়ের করেছেন হেনস্তার শিকার শ্রমিকদের পরিবার ও একাধিক সংগঠন। আদালত সূত্রে জানা গিয়েছে, শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে মোট তিন ধরনের মামলা করা হয়েছে – একটি হেবিয়াস কর্পাস, একটি রিট ও একটি জনস্বার্থ মামলা।তিনটি মামলার মূল উদ্দেশ্য একটি। বাংলা ভাষাভাষী যে শ্রমিকরা এখনও ওড়িশায় আটকে রয়েছেন, তাঁদের উদ্ধার করা। একইসঙ্গে কেন বেআইনিভাবে শ্রমিকদের আটকে রেখে হেনস্তা করা হচ্ছে, সেই প্রশ্ন তোলা হয়েছে। প্রসঙ্গত, বৃহস্পতিবারই এনিয়ে এক বৈঠকে মামলার কথা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। তিনি হেনস্তার শিকার শ্রমিকদের পরিবারের সঙ্গে বৈঠক করেন। জানান, বাংলায় কথা বললেই দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি সন্দেহে বাংলার শ্রমিকদের হেনস্তা, বাংলাদেশে ‘পুশব্যাক’-এর মতো ঘটনা ঘটায় চিন্তিত তাঁরা। এই বিষয়ে রাজ্যসভার সাংসদ ও পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম জানান, এটা শুধু লজ্জার নয়, আইনের সম্পূর্ণ লঙ্ঘন। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে সন্দেহ করে হেনস্তা করা হচ্ছে। এটা কখনও মেনে নেওয়া যায় না। তাই আদালতের দ্বারস্থ হয়েছেন যাতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। জনস্বার্থ মামলাটি দায়ের করেছে ‘পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ’ নামে একটি সংগঠন। হেবিয়াস কর্পাস মামলার মাধ্যমে দাবি করা হয়েছে, যাঁরা এখনও ওড়িশায় আটকে রয়েছেন, তাঁদের খোঁজ নিয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসন।
Hindustan TV Bangla Bengali News Portal