নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- অবৈধ কলসেন্টার চালানোর অভিযোগ। ফের বড় অভিযানে নামল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সব মিলিয়ে ১০জনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না তা পুলিশ খতিয়ে দেখছে। একাধিক আপত্তিকর জিনিসপত্রও বাজেয়াপ্তও করেছে পুলিশ।ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হয় | তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, কড়েয়ায় এক আবাসনে একটি বেআইনি কলসেন্টার চলছে। যার মাধ্যমে দিনের পর দিন ধরে চলছে আর্থিক প্রতারণা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর ৩টে ৪০ মিনিট নাগাদ কড়েয়ার ওই আবাসনে শুরু হয় তল্লাশি অভিযান। সেখানে গিয়ে পুলিশ ১০ জনকে গ্রেফতার করে। ধৃতরা হল আরবাজ আলি খান, মহম্মদ অয়ন, মহম্মদ জাফর খান, রহমত হোসেন, মহম্মদ সারফরাজ, মহম্মদ শেহনওয়াজ, আসিফ আলি, আরশাদ আলি, মহম্মদ জুবের, শেখ শামির। ধৃতদের মধ্যে আরবাজ, জাফর, শেহনওয়াজ, আসিফ, জুবের, শামির কড়েয়া থানা এলাকার বাসিন্দা। বাকিদের মধ্যে রহমত তপসিয়া থানা এলাকায় বসবাস করে। সারফরাজ এন্টালি, আরশাদ বেনিয়াপুকুর এলাকার বাসিন্দা। ধৃতরা প্রত্যেকে ২৫ থেকে ৩২ বছর বয়সের মধ্যে।তল্লাশির ফলে ৬টি ল্যাপটপ, ১৮টি মোবাইল ফোন, ২টি রাউটার এবং একাধিক আপত্তিকর নথি উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে উক্ত স্থানটি সিল করে দেওয়া হয়েছে।’ পুলিশ ইতিমধ্যেই ওই কলসেন্টার থেকে একাধিক আপত্তিকর নথি উদ্ধার করেছে। পুলিশ সেগুলি খতিয়ে দেখছে।এই ১০ অভিযুক্ত ঠিক কতজনকে প্রতারণা করেছে, কত টাকা হাতিয়ে নিয়েছে তারা, আরও কেউ এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Hindustan TV Bangla Bengali News Portal