প্রসেনজিৎ ধর, কলকাতা :- আরজি কর কাণ্ডে নির্যাতিতার নাম মিডিয়ার সামনে প্রকাশ করে দিয়ে বিপাকে পড়েছিলেন কলকাতার প্রাক্তন কমিশনার বিনীত গোয়েল। সেই মামলা থেকে এবার রেহাই পেলেন বিনীত। তাঁর বিরুদ্ধে হওয়া মামলা খারিজ করেছে হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অজয় গুপ্তের ডিভিশন বেঞ্চ। এদিকে এই ঘটনার জন্য চিঠি লিখে দুঃখপ্রকাশ করেন আইপিএস অফিসার বিনীত গোয়েল |সবদিক খতিয়ে দেখে বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয় গুপ্তার ডিভিশন বেঞ্চ মনে করছে, প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল উত্তেজনার বশে নির্যাতিতার নাম বলেছেন। তবে তা কোনওভাবে উদ্দেশ্যপ্রণোদিত নয়। তবে এটা বাঞ্ছনীয় নয়। তাই মামলার নিষ্পত্তি করে রাজ্য পুলিশের ডিজিকে আদালতের পরামর্শ, এমন ব্যাপারে বাহিনীকে আরও বেশি প্রশিক্ষণ দেওয়া বা ওয়ার্কশপ করানোর দরকার আছে।প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে ধর্ষণ বা যৌন হেনস্থার শিকার কারও পরিচয় জনসমক্ষে প্রকাশ করা যায় না। তবে আরজি করের ঘটনার পরে সাংবাদিক সম্মেলনে তিনি ওই তরুণী চিকিৎসকের নাম প্রকাশ করে দেন বিনীত গোয়েল। এই আবহে বিনীতের বিরুদ্ধে মামলা হয়েছিল। এই আবহে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে চিঠি লিখে বিনীত গোয়েল জানান, কোনওভাবেই ইচ্ছাকৃতভাবে এই কাজ তিনি করেননি। তাই তিনি ক্ষমা চান। যদিও এই ক্ষমা প্রার্থনায় সন্তুষ্ট নন মামলাকারী আইনজীবী অনন্ত দেহদরাই। তাঁর কথায়, ‘বিভিন্ন রায়ে উল্লেখ আছে যে নিগৃহীতার নাম প্রকাশ্যে এলে শাস্তি হবে। আমরা এই চিঠি গ্রহণ করছি না।’ তবে আদালত পর্যবেক্ষণ করে, অভিযুক্ত ক্ষমা চেয়েছেন। তাই খারিজ করা হচ্ছে মামলাকারীর আবেদন।
Hindustan TV Bangla Bengali News Portal