দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মঙ্গলবারে সকালে কলকাতার আনন্দপুরে চাঞ্চল্য। সেখানকার এক হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় এক তরুণীকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই তরুণী পেশায় পানশালার নর্তকী বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম শ্রেয়া বর্মা, বয়স ২৭ বছর। তিনি সদ্য কলকাতায় এসে আনন্দপুর এলাকার একটি গেস্ট হাউসে উঠেছিলেন। সেখান থেকেই সোমবার তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সারারাত আনন্দপুরের ওই গেস্ট হাউসে পুরুষবন্ধু মহম্মদ চাঁদের সঙ্গে মদ্যপান করেছিলেন। এরপর সকালে শ্রেয়ার অচৈতন্য দেহ উদ্ধার হয়। মহম্মদ চাঁদই তাঁকে নিয়ে যান হাসপাতালে। মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।এদিকে, আনন্দপুর এলাকায় আরও এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি নোনাডাঙার বাসিন্দা বলে জানা গিয়েছে। এছাড়া আরেক পুরুষের দেহও উদ্ধার হয়েছে ঝুলন্ত অবস্থায়। পুলিশ সূত্রে খবর, আনন্দপুরে মৎস্য দপ্তরের অধীনস্ত পিকনিক স্পটের কাছে একটি গাছে গামছা বাঁধা অবস্থায় পাওয়া যায় বছর পঞ্চাশের ব্যক্তিকে। দেহটি শনাক্ত করা যায়নি। স্থানীয় বাসিন্দারাও এনিয়ে কিছু বলতে পারেননি। তিনি আত্মহত্যা করেছেন নাকি কেউ খুনের পর এভাবে দেহ গাছে ঝুলিয়ে রেখেছে, তা খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ |
Hindustan TV Bangla Bengali News Portal