প্রসেনজিৎ ধর, কলকাতা :-খাস কলকাতায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা। বুধবার সকালে দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে এই ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় অসীমা নস্কর নামে ওই বধূকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্য দিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী হরিপদ নস্কর।জানা গিয়েছে, সীমা নস্কর ও হরিপদ নস্কর সম্পর্কে স্বামী-স্ত্রী। বাঁশদ্রোণী এলাকাতেই তাঁদের বাড়ি। সীমা নস্কর এলাকায় পরিচারিকার কাজ করেন। বেশ কিছুদিন ধরেই স্ত্রীকে একাধিক বিষয়ে স্বামী সন্দেহ করছিল বলে অভিযোগ। স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে, সেই বিষয়েও সন্দেহ চলত বলে অভিযোগ। সেই নিয়ে দু’জনের মধ্যে প্রবল অশান্তিও হচ্ছিল। আজ, বুধবার সকালে বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়েছিল। সেসময় হরিপদ নস্কর ঘরের ভিতরেই ধারালো ছুরি দিয়ে সীমাকে আঘাতের চেষ্টা করেন বলে অভিযোগ। কোনওক্রমে নিজেকে বাঁচিয়ে সীমা বাড়ি থেকে বেরিয়ে পড়ে রাস্তায় ছুটতে থাকেন।অভিযোগ, ছুরি হাতেই স্ত্রীর পিছনে তাড়া করেন হরিপদ। সকালে বাঁশদ্রোণীর রাস্তায় এই ঘটনা দেখে পথচলতি মানুষজনও হতচকিত হয়ে দাঁড়িয়ে পড়েন। কিছুদূর ধাওয়া করে স্ত্রীকে ধরে রাস্তার উপরেই ওই ছুরি দিয়ে এলোপাথারি কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন ওই মহিলা। আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। আক্রমণ করার পরেই অভিযুক্ত এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয়রাই পুলিশে খবর দেন। রক্তাক্ত ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক বলে প্রাথমিক খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।বাঁশদ্রোণী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা নাকি পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
Hindustan TV Bangla Bengali News Portal