দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-হাতে আর একমাস। তারপরই দুর্গাপুজো। এবার পুজোর পনেরো দিন আগে থেকেই শহরে অতিরিক্ত বাস চালানো হবে বলে জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পাশাপাশি পুজোর সময় সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয়, তাই কত সংখ্যক বাস অতিরিক্ত চলবে সবটাই জানালেন এদিনের বৈঠকে।বুধবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানালেন, পুজোর আগে থেকেই শহরে চালু হচ্ছে ‘শপিং স্পেশাল’ বাস পরিষেবা । মূলত হাওড়া ও শিয়ালদহ স্টেশন কেন্দ্র করে চলবে এই পরিষেবা। পুজোর অন্তত পনেরো দিন আগে থেকেই ২৫টি করে অতিরিক্ত বাস নামানো হবে রাস্তায়। পরিস্থিতি অনুযায়ী বাসের সংখ্যা আরও বাড়ানোও হতে পারে বলে ইঙ্গিত মন্ত্রীর।মন্ত্রী বলেন, “শপিং করতে প্রচুর মানুষ কলকাতায় আসেন। যাতে তাঁদের কোনও সমস্যা না হয়, তাই এই বিশেষ পরিষেবা চালু করছি। চাহিদা থাকলে বাস আরও বাড়ানো হবে।”শুধু তাই নয়, পুজোর ক’টা দিন যাতে রাতেও বাড়ি ফেরা সহজ হয়, তাই থাকছে ‘নাইট সার্ভিস’ বাস। হাওড়া, শিয়ালদহ, বারাসতের দিকে বিশেষ এই বাস চলবে রাতভর। কারণ, অনেকেই সারারাত ঠাকুর দেখতে বের হন। তাঁদের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা।মন্ত্রী এও জানিয়েছেন, সকলের নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের সঙ্গে মিলিয়ে চলবে এই ব্যবস্থা। প্রতিটি বাসে নজরদারি বাড়ানো হবে, সিসিটিভি এবং কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে প্রয়োজনে।
Hindustan TV Bangla Bengali News Portal