Breaking News

দক্ষিণেশ্বর-বরাহনগরের মাঝে মেট্রো বাতিল!দুর্ভোগে নিত্যযাত্রীরা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সপ্তাহের কর্মব্যস্ত দিনে ফের কলকাতা মেট্রোয় দুর্ভোগ ৷ পয়েন্টের যান্ত্রিক সমস্যার জেরে প্রায় ঘণ্টাখানেক পরিষেবা বন্ধ থাকল ব্লু-লাইনের দক্ষিণেশ্বর স্টেশনে ৷ সেখানে লাইনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে ৷ যার জেরে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চালানো হয় ৷বুধবার দুপুর প্রায় ১টা নাগাদ প্রযুক্তিগত ত্রুটির কারণে দক্ষিণেশ্বর থেকে বরাহনগরের মাঝে মেট্রো চলাচল আচমকা বন্ধ হয়ে যায়। অগত্যা বরাহনগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙা পথেই মেট্রো চলতে থাকে। দেড় ঘণ্টা পর পরিষেবা স্বাভাবিক হয়। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দুই স্টেশনের মাঝে পয়েন্ট খারাপ হয়ে যাওয়ার কারণেই এই বিপত্তি। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। অবশেষে বুধবার দুপুর ২টো ২০ মিনিট নাগাদ ফের স্বাভাবিক হয়েছে মেট্রো পরিষেবা।প্রযুক্তিগত এই ত্রুটির জেরে বুধবার দুপুরেও ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। উল্লেখ্য, মাত্র দিনদুয়েক আগেই ব্যস্ত সময়ে কবি নজরুল স্টেশনে একটি মেট্রো রেক খারাপ হয়ে যায়। ফলে মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ স্টেশনের পর থেকে পরিষেবা বন্ধ হয়ে যায়। সপ্তাহের প্রথম দিনে চরম ভোগান্তির মুখে পড়েন অফিসযাত্রীরা। তবে এ সমস্যা নতুন নয় | গত মাসখানেক ধরে কলকাতা মেট্রোয় একের পর এক বিভ্রাট দেখতে দেখতে একরকম অভ্যস্তই হয়ে গিয়েছেন নিত্যযাত্রীরা। ব্লু লাইনের প্রান্তিক স্টেশন কবি সুভাষে মেট্রোর পিলারে ফাটল দেখা দেওয়ায় ওই স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। প্রান্তিক স্টেশন হয়ে যায় শহিদ ক্ষুদিরাম। তারপর থেকে ক্রমেই ভোগান্তি বেড়েছে যাত্রীদের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *