Breaking News

কলকাতা থেকে এসবিআইয়ের কার্যক্রম স্থানান্তরিত হচ্ছে!তারই প্রতিবাদে প্রতিবাদ সভা কর্মচারী ফেডারেশনগুলোর

প্রসেনজিৎ ধর :- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্লোবাল মার্কেট ইউনিট (জিএমইউ), সেন্ট্রাল গ্লোবাল ব্যাক অফিস (সিজিবিও) এবং তিনটি প্রক্রিয়াকরণ কেন্দ্র কলকাতা থেকে স্থানান্তরের সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কর্মচারী ফেডারেশনগুলি এদিন প্রতিবাদ সভার আয়োজন করে | গ্লোবাল মার্কেটস ইউনিট (GMU) হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) এর একটি বিভাগ যা বৈদেশিক মুদ্রা এবং ট্রেজারি ব্যবস্থাপনা সহ বিশ্বব্যাপী বাজার কার্যক্রম পরিচালনা করে। পূর্বে এটিকে বিদেশী বিভাগ বলা হত। GMU বিভিন্ন সিকিউরিটিজ, ইক্যুইটি এবং ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে বিনিয়োগ অন্তর্ভুক্ত করে। CGBO (সেন্ট্রালাইজড গ্লোবাল ব্যাক অফিস) এবং ফরেক্স ট্রেজারি সহ কিছু কার্যক্রম কলকাতা থেকে মুম্বাইতে স্থানান্তর করার জন্য SBI-এর যে পরিকল্পনা রয়েছে তার প্রতিবাদে ১৫ সেপ্টেম্বর বিকেল ৫ টায় কলকাতায় জীবন সুধা বিল্ডিং-এ এক প্রতিবাদ সভার আয়োজন করে কর্মচারী ফেডারেশনগুলি | তাঁদের দাবি কলকাতা থেকে মুম্বাই স্থানান্তরকরণের ফলে ৬০০ জনেরও বেশি কর্মসংস্থান হুমকির মুখে পড়বে এবং রাজ্যের বার্ষিক ২৫ কোটি টাকার জিএসটি ক্ষতির ঝুঁকি তৈরি হবে বলে দাবি এই সংগঠনগুলোর |

সংগঠনটি জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে এই বিষয়ে হস্তক্ষেপের জন্য চিঠি দিয়েছিল | যাতে বলা হয়েছে, “এই স্বেচ্ছাচারী পদক্ষেপ ২০০৮ সালের ১৩ মার্চ ব্যাংক ব্যবস্থাপনা এবং কর্মকর্তা ও কর্মী উভয় ফেডারেশনের মধ্যে গ্লোবাল মার্কেটিং ইউনিট সম্পর্কিত ত্রিপক্ষীয় চুক্তির সরাসরি লঙ্ঘন করে। সেই চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে ফরেক্স ট্রেজারি জিএমইউ কলকাতা থেকে পরিচালিত হবে। ২০১৫ সালে, গুরুত্বপূর্ণ কাজ বিকেন্দ্রীকরণ এবং বিশ্বব্যাপী ব্যাঙ্কিং কার্যক্রম পরিচালনায় কলকাতার ভূমিকা জোরদার করার জন্য এই অফিস তৈরি করা হয়েছিল।” চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, “এই বিভাগগুলি স্থানান্তরিত হলে প্রায় ১৫০ জন স্থায়ী কর্মী এবং ২০০ জনেরও বেশি অস্থায়ী কর্মচারী তাদের চাকরি হারাবেন। ছয় শতাধিক পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। এই ইউনিটগুলির পণ্য ও পরিষেবা করের অবদান প্রতি বছর ২৫ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। এটি পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারের সরাসরি ক্ষতি হবে।”এইবার পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরী করতে এই প্রতিবাদ সভার আয়োজন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *