Breaking News

সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকে বাড়ল উপস্থিতির হার! কবে নাগাদ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, জানিয়ে রাখল সংসদ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সেমেস্টার পদ্ধতিতে নজির গড়ল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বিগত ১০ বছরের মধ্যে এই বছর উচ্চ মাধ্যমিকে অনুপস্থিতির হার সব থেকে কম। পরীক্ষার শেষ দিনে সাংবাদিক বৈঠকে এমনটাই জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ |৩১ অক্টোবরের আশপাশেই প্রকাশিত হবে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তবে কয়েকদিন আগে পিছু হতে পারে তারিখটা। তিনি জানিয়ে দিয়েছেন, খুব দ্রুত রেজাল্ট প্রকাশিত হবে। ৩৮ থেকে ৩৯ লক্ষ ওএমআর রয়েছে। ইতিমধ্যে ওএমআর দেখার কাজ চলছে। সংসদের তরফে জানানো হয়, এই বছর অথবা উচ্চ মাধ্যমিকের প্রথম পর্বে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬,৬০,৩৪৩| তার মধ্যে ছাত্র ছিল ২,৯০,৫০৭, ছাত্রীর সংখ্যা ৩,৬৯,৯৩৫ জন। ছাত্রের থেকে ছাত্রী সংখ্যা ৭৯,৫২৮ বেশি।
মোট পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় উপস্থিতির হার ৯৮.৪২% পরীক্ষায় অংশ নিয়েছে। অনুপস্থিতির হার ১. ৫৮ শতাংশ। সভাপতি জানান, ২০১৪ সাল থেকে আমাদের কাছে অনুপস্থিতির যে তথ্য রয়েছে, তার মধ্যে সব থেকে কম এই বছর। সোমবার সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “কোভিডের বছর বাদ দিলে এই বছর সব থেকে কম অনুপস্থিতির হার। এটা আমার মনে হয় খুবই ভালো পদক্ষেপ। এটা সম্ভব হয়েছে কারণ সেমেস্টার পদ্ধতি। এই পদ্ধতি হওয়ার ফলে ছাত্রছাত্রীদের চাপ অনেকটা কমেছে। এর কারণেই পরীক্ষায় ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে।”সংসদের তরফে জানানো হয়েছে, ১২ দিনের পরীক্ষায় মাত্র ২ জন মোবাইল নিয়ে ধরা পড়েছে পরীক্ষার হলে। ফিজিক্স পরীক্ষার দিন জগৎবল্লভপুর হাই স্কুলের ছাত্রী মোবাইল নিয়ে ধরা পরে তার পরীক্ষা বাতিল করা হয়েছে। পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষায় নদিয়ার এক ছাত্র মোবাইল ফোন নিয়ে ধরা পড়ায়, তার পরীক্ষা বাতিল হয়েছে। এছাড়া সন্তোষপুর হাইস্কুলের এক ছাত্রী দুর্ব্যবহার করার জন্য পরীক্ষা বাতিল করা হয়েছে। বিগত দুই বছরের তুলনায় এটা অনেক কম । ২০২৪ সালের তুলনায় এই সংখ্যাটাও অনেকটাই কম। সংসদের তরফ থেকে জানানো হয়েছে, OMR শিট নিয়ে খুব ভাল ভাবে পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা । কোনও সমস্যা হয়নি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *