নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- চতুর্থীর দিন উদ্বোধন করার কথা ছিল তিনটি পুজোর। তার মধ্যে একটি পুজোর উদ্বোধনের কর্মসূচি বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজোর উদ্বোধন করার কথা ছিল তাঁর। কিন্তু সেই কর্মসূচি বাতিল করা হয়েছে। আর উদ্বোধন বাতিল হতেই খোঁচা দিয়েছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ |চতুর্থীতে কলকাতায় এসে তিনটি পুজোর উদ্বোধন করার কথা ছিল – লেবুতলা পার্কে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো, সল্টলেকের ইজেডসিসি-র পুজো এবং দক্ষিণ কলকাতার সেবক সংঘের পুজো। কিন্তু শেষ মুহূর্তে সেবক সংঘের পুজোয় শাহর সূচি বাতিল হয়েছে বলে খবর। এই মর্মে তৃতীয়ায় খবর পাঠানো হয়েছে।এনিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের ব্যাখ্যা, ‘লোকজন হবে না। তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহর পুজো উদ্বোধন। ৮৭ নম্বর ওয়ার্ডে সেবক সংঘে চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তাঁর। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে এইমাত্র জানানো হয়েছে বাতিল। যদিও আমন্ত্রণপর্ব শেষ। সূত্রের খবর, কোনও ভিড় হবে না বলে আইবি রিপোর্ট দিয়েছে। ফলে রইল বাকি দুই। নেবুতলা পার্ক ও সল্টলেকের হল ভাড়া করা পুজো। আবার প্রমাণ হল, আদি বিজেপি নেতাদের কোনো পুজো নেই। অমিতবাবুর যাতায়াত, ছবি তোলাই সার। তাঁদের এই পুজো পর্যটনের কোনো রাজনৈতিক প্রভাব আগেও ছিল না, এখনও নেই।’দু’দিনের সফরে কলকাতায় আসছেন শাহ। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বিএসএফের বিশেষ বিমানে মুম্বই থেকে কলকাতার উদ্দেশে রওনা হবেন তিনি। রাত ১১টা নাগাদ দমদম বিমানবন্দরে অবতরণের রাজারহাটে একটি অভিজাত হোটেলে রাত্রিবাস করবেন তিনি। শুক্রবার বাকি দু’টি পুজোর উদ্বোধন করেই দিল্লি ফিরতে পারেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal