দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের মৃত্যু। জমা জল নামাতে গিয়ে মৃত্যু হল রাজপুর সোনারপুর পুরসভার এক অস্থায়ী কর্মীর। ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিলন পল্লীতে।স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম জয়ন্ত ঘোষ। রাজপুর-সোনারপুর পুরসভার অস্থায়ী কর্মী তিনি। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পর বহু এলাকা জলমগ্ন।রাজপুর-সোনারপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ড এখনও ভাসছে। ১৪ নম্বর ওয়ার্ডের অবস্থা শোচনীয়। কিছুতেই জল বেরোচ্ছিল না। সাফাইকর্মী জয়ন্ত উদ্যোগ নিয়ে বিকেলে ম্যানহোলের ঢাকনা খুলে পরিষ্কার করছিলেন।স্থানীয়দের দাবি, জমা জলের মধ্যে ম্যানহোলে নামতে গিয়ে তলিয়ে যান তিনি। পুরসভার অন্যান্য কর্মী তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু পাওয়া যায়নি। শেষমেশ ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে আরও একটি ম্যানহোলের কাছে গিয়ে তাঁর দেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সহযোগিতায় পুরকর্মীরা জয়ন্তকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে তাঁর।পুর কর্তৃপক্ষের একাংশের দাবি, ঝুঁকি নিয়ে ম্যানহোলে না-নামার বার বার নির্দেশ সত্ত্বেও জয়ন্ত ম্যানহোলে নেমেছিলেন। পুরকর্মীদের দাবি, ‘ম্যানহোলের মুখে অনেক প্লাস্টিক জমে রয়েছে, সেগুলো সাফ করলে জল নেমে যাবে’— এই বলে নীচে নামতেই জলের স্রোতে টাল সামলাতে পারেননি জয়ন্ত। তার পর এই দুর্ঘটনা। তাঁদের এ-ও দাবি, নিজে থেকেই পয়ঃপ্রণালী পরিষ্কার করতে গিয়েছিলেন জয়ন্ত। তবে এই দুর্ঘটনার পরে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান পল্লবকুমার দাস। তিনি জানান, বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য জয়ন্তের দেহ হাসপাতালে পাঠানো হবে। অন্য দিকে, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
Hindustan TV Bangla Bengali News Portal