প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার সস্তা হচ্ছে কলকাতা মেট্রোর স্মার্ট কার্ড | আগের থেকে দাম কমল এই কার্ডের। ২৫ সেপ্টেম্বর থেকে যাত্রীরা পাবেন এই সুবিধা |স্মার্ট কার্ডের, পাশাপাশি স্মার্ট কার্ডের বৈধতাও বাড়ল। চলতি মাস থেকেই কার্যকর হচ্ছে স্মার্ট কার্ডের এই নতুন নিয়ম।
নতুন নিয়মে কী কী বদল এল স্মার্ট কার্ডে?
স্মার্ট কার্ডের রিফান্ডযোগ্য সিকিউরিটি ডিপোজিট ৮০ টাকা থেকে কমে হল ৫০ টাকা
ন্যূনতম ইস্যু প্রাইস ১৫০ টাকা থেকে কমে হল ১০০ টাকা। (৫০ টাকা সিকিউরিটি ডিপোজিট + ৫২ টাকা রাইড ভ্যালু, যার মধ্যে ২ টাকা বোনাস অন্তর্ভুক্ত)
স্মার্ট কার্ডের বৈধতা ১ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করা হল
ইতিমধ্যেই চালু থাকা বৈধ কার্ডগুলির মেয়াদ রিচার্জ করার সময় ১০ বছরে বাড়িয়ে দেওয়া হবে
নতুন কার্ডের বৈধতা শুরু হবে প্রথমবার গেট (AFC & PC) ব্যবহার করার দিন থেকে, ইস্যু তারিখ থেকে নয়
রিচার্জ ভ্যালুতে ৫% বোনাস সুবিধা আগের মতোই থাকবে
সহজলভ্য স্মার্ট কার্ড ও রিচার্জের সুবিধা |
বুকিং কাউন্টার এবং ASCRM মেশিন দুই জায়গা থেকেই মিলবে নতুন স্মার্ট কার্ড। আবার এই দুই জায়গার পাশাপাশি অনলাইনেও রিচার্জ করা যাবে স্মার্ট কার্ড। কলকাতা মেট্রোর তরফে যাত্রীদের আবেদন জানানো হয়েছে, ভিড় এড়াতে বিশেষ কর্মব্যস্ত সময়ে এবং পুজোর সময়ে যাতে মেট্রোতে ভিড় নিয়ন্ত্রণ করা যায় তার জন্য বেশি করে স্মার্ট কার্ড ব্যবহার করতে।এছাড়াও রয়েছে ‘আমার মেট্রো কলকাতা’ অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে টিকিট কাটলে মিলবে ৫ শতাংশ ছাড়। যারা মেট্রোয় নিয়মিত যাতায়াত করেন তারা দীর্ঘমেয়াদে কার্ড ব্যবহার করতে পারবেন। আর যাদের স্বল্পমেয়াদী প্রয়োজন তারা যাত্রার পর কার্ড ফেরত দিয়ে সিকিউরিটি ডিপোজিট ফেরত পেতে পারবেন।
Hindustan TV Bangla Bengali News Portal