প্রসেনজিৎ ধর,কলকাতা :- শুক্রবার কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজো প্যান্ডেলের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা বলেন, ‘আমি মা দুর্গার কাছে প্রার্থনা করেছি যাতে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পরে একটি নতুন সরকার গঠিত হয়। রাজ্যের হারানো সোনার বাংলার গৌরব যেন পুনরুদ্ধার করতে পারে সেই সরকার।’ অমিত শাহ বলেন, ‘নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন পূরণ করে বাংলাকে নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করতে হবে।’এদিন সকালে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেই সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে পৌঁছে যান শাহ। জয় শ্রী রাম, ভারত মাতা কি জয়ের স্লোগানে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানানো হয়। গোটা মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি মণ্ডপে মায়ের পুজো এবং আরতিও করেন।পুজোর থিমের অডিও ভিজুয়ালও দেখান শাহ। পরে মঞ্চ থেকে বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক দেন। শাহ বলেন, ”মায়ের কাছে প্রার্থনা করেছি, নির্বাচনের পর এবার সরকার গঠন হোক যাতে সোনার বাংলা নির্মাণ সম্ভব হয়।” শুধু তাই নয়, বাংলা অস্মিতাকে শান দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ” আমাদের বাংলা পুনরায় সুরক্ষিত, সমৃদ্ধ, শান্ত, সুজলা সুফলা হোক। এখানে কবিগুরুর কল্পনার বাংলার নির্মাণ যাতে আমরা করতে পারি।” এদিকে বিদ্যাসাগরকে শ্রদ্ধাঞ্জলি দেন অমিত শাহ। তিনি বলেন, ‘‘আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জয়ন্তী। উনি তো এক সময় শিক্ষার জন্য যা করেছেন তা কেউ ভুলতে পারবে না। বাংলা ভাষা, বাংলার ঐতিহ্য, আর এখানকার মহিলাদের শিক্ষার জন্য উনি নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন। তাই আমি ওঁকে মন থেকে প্রণাম করছি।’ এদিকে সাম্প্রতিক দুর্যোগের জেরে কলকাতায় একাধিক জনের মৃত্যু নিয়েও মুখ খোলেন অমিত শাহ। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্গাপুজোর শুরুতেই বৃষ্টি হয়েছে। এখানে ১০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের প্রতি শ্রদ্ধাঞ্জলি রইল।’
Hindustan TV Bangla Bengali News Portal