দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-পুজোর ছুটি পড়ে গিয়েছে ৷ এই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব হস্টেল বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই বিষয়টি নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ৷ পুজোয় বিশ্ববিদ্যালয়ের ছুটির সময় কোনও বহিরাগত যেন হস্টেলে ঢুকতে না পারেন তার জন্য কড়া পদক্ষেপ করল আদালত ৷ শুধু তাই নয়, যাদবপুর থানার পুলিশ বিশ্ববিদ্যালয়ে গিয়ে খতিয়ে দেখবে যেন কোনও হস্টেলের তালা খোলা না-থাকে ৷ এই সময় কোনও বহিরাগত ক্যাম্পাসে ঢুকতে না-পারে, সেই বিষয়টি নিশ্চিত করতে কর্তৃপক্ষ পুলিশের সাহায্য নিতে পারবে ৷ পুজোর ছুটি মিটলে তারপর হস্টেলের তালা খুলতে পারবে বলে নির্দেশ দিয়েছে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চ ৷গত কয়েকবছরে একাধিক অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যার জেরে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি মামলার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করতেই পুজোর ছুটিতে হস্টেল বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ, পুজোর ছুটিতে বন্ধ রাখতে হবে সব হস্টেল। যাদবপুর থানার পুলিশ খতিয়ে দেখবে যাতে কোনও হস্টেলের তালা খোলা না থাকে। ছুটি মিটলে রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়, দু’পক্ষের আধিকারিকরা একসঙ্গে বসে নিরাপত্তা-সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা নিয়ে বৈঠক করবেন। বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি বসানো-সহ অন্যান্য বিষয়েও ওই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আগামী শুনানিতেই এসংক্রান্ত রিপোর্ট দিতে হবে হাই কোর্টকে, নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।
Hindustan TV Bangla Bengali News Portal