Breaking News

‘এক মুঠো ফুল দাও না মাগো…’, দশমীতে প্রকাশ পেল মুখ্যমন্ত্রীর নতুন গান!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে নতুন গান প্রকাশ করেছেন। ‘এক মুঠো ফুল দাও না মাগো…’ শিরোনামের গানটি তিনি নিজে লিখেছেন ও সুর করেছেন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় গানটি পোস্ট করা হয় এবং এটি গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।আজ বিজয়া দশমী। মন খারাপের সুর বাজছে চারিদিকে। মর্ত্যের মায়া কাটিয়ে কৈলাসে পাড়ি দেবেন মা দুর্গা। সমস্ত নিয়ম মেনে চলছে শেষ মুহুর্তে দেবী দুর্গার আরাধনা। শহর থেকে জেলায় শুরু হয়েছে বিষর্জন পর্বও। মণ্ডপে মন্ডপে ​বিষাদের সুর। সিঁদুর খেলায় মাতলেন মহিলারা। শহর থেকে জেলা সেই ছবি স্পষ্ঠ। এরই মধ্যে এদিন প্রকাশ পেল মুখ্যমন্ত্রীর আরও একটি গান। বৃহস্পতিবার সেই গান সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। নতুন গানটি গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।উৎসবের আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এইবার পুজোয় প্রায় তাঁর লেখা ও সুর করা ১৭টি গান মুক্তি পাবে। সেই মতো অনেকগুলি গান তিনি তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। দশমীর দিন মুখ্যমন্ত্রীর নতুন গান অন্য মাত্রা যোগ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুর করা আজকের গানটি ৩ মিনিট ৩০ সেকেন্ডের।প্রতিবছর পুজোয় মুখ্যমন্ত্রীর গান প্রকাশিত হয়। এই বছরও তিনি বেশ কয়েকটি পুজোর গান রচনা করেছেন। সেগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, জিৎ গঙ্গোপাধ্যায়ের মতো স্বনামধন্য শিল্পীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *