Breaking News

বাড়ছে ভিড়! নিরাপত্তার কারণে বন্ধ হয়ে গেল ত্রিধারা সম্মিলনীর লাইভ অনুষ্ঠান

প্রসেনজিৎ ধর,কলকাতা:- মহা অষ্টমীতে নিরাপত্তার কারণ দেখিয়ে ত্রিধারা সম্মিলনীর লাইভ অঘোরি ডান্স পারফরম্যান্স বন্ধ করে দিল পুলিশ। ত্রিধারা সম্মিলনীতে মহাদেবের দুটো রূপ নিয়ে, তাঁরা এখানে প্রকাশ করছেন। মহাদেবের একটা রূপ হচ্ছে শান্তরূপ এবং অপরটা রুদ্র রূপ। এদিন মহাদেবের সেই রুদ্ররূপ উপস্থাপনা করা হচ্ছিল। সেই পরিকল্পনার মাঝেই নিরাপত্তার কারণে বন্ধ হয়ে গেল ত্রিধারা সম্মিলনীর লাইভ অনুষ্ঠান |ত্রিধারার উদ্যোক্তারা বাড়তি আকর্ষণ হিসেবে রেখেছিলেন অঘোরী নাচের আয়োজন। কিন্তু মণ্ডপের পাশে সেই নাচ দেখতে উপচে পড়া ভিড় তৈরি করল বিপজ্জনক পরিস্থিতি। শেষমেশ দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে কলকাতা পুলিশ থামিয়ে দিল লাইভ শো। দর্শকদের মধ্যে শুরু হল গুঞ্জন, উদ্যোক্তাদেরও চাপে ফেলে দিল এই হঠাৎ সিদ্ধান্ত। তবে পুলিশ স্পষ্ট জানাল, ‘‘মানুষের সুরক্ষাই আগে।’’পরিস্থিত নিয়ন্ত্রণের বাইরে যাতে না যায়, তা নিশ্চিত করতেই এই লাইভ শো বন্ধ করল কলকাতা পুলিশ। প্রসঙ্গত, দিন কয়েকআগে সন্তোষ মিত্র স্কোয়্যারের লাইট অ্যান্ড সাউন্ড শো নিয়ে আপত্তি জানায় কলকাতা পুলিশ। পুজো কমিটিকে চিঠি দেওয়া হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে সজল ঘোষ বলেছিলেন প্রয়োজন শুধু শো বন্ধই নয়, রীতি জেনে ও তা পালন করে আগেভাগেই বিসর্জনেও রাজি তাঁরা। কারণ, নিরাপত্তা সবকিছুর আগে। পঞ্চমীর দিন মহম্মদ আলি পার্কের দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। মণ্ডপের আলো নিভিয়ে দেওয়া হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *