Breaking News

প্রতিমা বিসর্জন নিয়ে যাওয়ার পথে অঘটন!বিসর্জনের লরির মাথায় উঠে বসেছিলেন, হাইটবারে ধাক্কা লেগে মৃত্যু বেহালার যুবকের

দেবরীনা মণ্ডল সাহা :- দুর্গাপুজো শেষে মর্মান্তিক দুর্ঘটনা। বিসর্জনে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল বেহালার যুবকের, ঘটনা বৃহস্পতিবার রাতের। বেহালা থেকে বিসর্জনের জন্য প্রতিমা নিয়ে বেরিয়েছিলেন পুজো উদ্যোক্তারা। প্রতিমার সঙ্গে ট্রাকেই ছিলেন ওই যুবক। আলিপুর চিড়িয়াখানার কাছে একটি হাইটবারে ধাক্কা লাগে তাঁর। গুরুতর আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।কলকাতার বেহালার বাসিন্দা উৎসব চট্টোপাধ্যায় পেশায় ড্রামার ছিলেন। নিজেদের পাড়ার পুজোর প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে সকলের সঙ্গে তিনিও লরিতে উঠে বসেছিলেন। আলিপুরের রাস্তা দিয়ে লরি যাচ্ছিল বাবুঘাটের দিকে। চিড়িয়াখানার কাছে একটি হাইটবারে আচমকা দুর্ঘটনা ঘটে। লরির উপরে বসে থাকা যুবকের মাথা হাইটবারে ধাক্কা খায়। তৎক্ষণাৎ লরি থামিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বিপদ আটকানো যায়নি। রক্তাক্ত অবস্থায় রাত ১২টার পর ওই যুবককে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসা শুরু হয়েছিল। কিন্তু চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। যুবকের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের অভিযোগ, রাস্তায় হাইটবারের সামনে আলো পর্যাপ্ত ছিল না। তা দুর্ঘটনার অন্যতম কারণ। আলো থাকলে দুর্ঘটনাটি হয়তো এড়ানো যেত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে যুবকের পরিবারের তরফে এখনও এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। কলকাতা এবং শহরতলির অধিকাংশ পুজোমণ্ডপ থেকেই প্রতিমা বৃহস্পতিবার বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *