দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- বন্ধুর জন্মদিনে গিয়ে নিখোঁজ। পরে ডাম্পিং গ্রাউন্ডে মিলল রক্তাক্ত দেহ। দমদমের প্রমোদনগরে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গণেশ সমাদ্দার। কীভাবে মৃত্যু, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খুন করে দেহ ফেলে রেখে যাওয়া হয়েছে। আপাতত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।মৃত কিশোরের নাম গণেশ সমাদ্দার, বয়স ১৭। মঙ্গলবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বেরিয়েছিল, বোনকে জানিয়েছিল বন্ধুর জন্মদিনে যাচ্ছে। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। বুধবার থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। পরিবার থেকে বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার সকালে দমদম পুরসভার সাফাইকর্মীরা প্রতিদিনের মতো আবর্জনা পরিষ্কার করতে গিয়ে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে দেহ শনাক্ত করে গণেশের পরিবারকে খবর দেয় |পরিবারের দাবি, গণেশকে পরিকল্পনা করে খুন করে ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দেওয়া হয়েছে। কয়েকজন বন্ধুর নামও তারা পুলিশের কাছে জানিয়েছে। তদন্তে নেমেছে দমদম ও বরানগর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রমোদনগরে |
Hindustan TV Bangla Bengali News Portal