Breaking News

ময়দান স্টেশনে লাইনে জল! ৪০ মিনিট ধরে ভাঙা পথে চলল মেট্রো,ব্লু লাইনে ব্যাহত পরিষেবা

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-ফের বিপত্তি,বিনা বৃষ্টিতেও ফের মেট্রোর ট্র্যাকে ঢুকে পড়ল জল। পার্কস্ট্রিট, চাঁদনি চক, সেন্ট্রাল মেট্রো স্টেশনের পর এবার ময়দান। জল দাঁড়িয়ে গেল লাইনের উপরে। যে কারণে বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা বিঘ্নিত হল। বিক্ষিপ্তভাবে মিলল মেট্রো। মঙ্গলবার বেলা ২.১৯ নাগাদ মেট্রোর তরফে ঘোষণা করা হয়, ব্লু লাইনে আংশিকভাবে চালানো হচ্ছে মেট্রো। এরপরই জানা যায়, ময়দান স্টেশনে মাটি চুঁইয়ে জল উঠছে মেট্রোর লাইনে। বিষয়টি নজরে পড়তেই তড়িঘড়ি মেট্রোর রুট কাঁটছাঁট করা হয়। মহানায়ক উত্তম কুমার থেকে শহিদ ক্ষুদিরাম ও সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত স্বাভাবিক রাখা হয় পরিষেবা। এদিকে তড়িঘড়ি ময়দানে পৌঁছন ইঞ্জিনিয়াররা। বেশ কয়েকঘণ্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি। দীর্ঘদিন ধরে বন্ধ কবি সুভাষ। শহিদ ক্ষুদিরাম থেকে চলছে মেট্রো। ফলে যাত্রী ভোগান্তি রয়েইছে। সেই সঙ্গে নিত্য বিভ্রাটে বিরক্ত যাত্রীরা |কলকাতা মেট্রো সূত্রে খবর, ময়দান মেট্রো স্টেশনে লাইনের পাশ দিয়ে মেট্রোর নিজস্ব যে নিকাশি লাইন গিয়েছে সেখানে কোনওভাবে পাইপ ফেটে যায়। পাইপ ফেটে জল ঢুকে যায় মেট্রোর প্ল্যাটফর্মে। জল নেমে যায় মেট্রোর লাইনেও। তাতেই ব্যস্ত সময়ে চরম বিপত্তি। তার জেরে প্রায় ২ ঘণ্টার কাছাকাছি সময় মেট্রো চলাচলে চূড়ান্ত সমস্যা হয়। বিক্ষিপ্তভাবে কিছু মেট্রো চলে। খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান মেট্রোর ইঞ্জিনয়ররা। সরেজমিনে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন মেট্রোর আধিকারিকরা। কিন্তু বারবার একের পর এক স্টেশনে জল ঢুকে পড়া নিয়ে রীতিমতো বিব্রত মেট্রোর আধিকারিকরা। কারণ এই সমস্যা একদমই নতুন নয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *