Breaking News

বাংলার ৩৪ লক্ষ মৃত ভোটারের আধার নিষ্ক্রিয়,’কোন প্রমাণের ভিত্তিতে’?পরিকল্পনামাফিক নাম বাদের আশঙ্কা তৃণমূলের

প্রসেনজিৎ ধর, কলকাতা :-পশ্চিমবঙ্গে ৩৪ লক্ষ আধার নম্বর নিষ্ক্রিয় হওয়ার ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে UIDAI (Unique Identification Authority of India) জানিয়েছে, রাজ্যের মৃত বাসিন্দাদের মধ্যে প্রায় ৩২ থেকে ৩৪ লক্ষ মানুষের আধার নম্বর ডিএক্টিভেট হয়েছে। এই তথ্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জমা পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক তর্ক-বিতর্ক।বঙ্গজুড়ে শুরু হয়েছে এসআইআর। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিয়ে যাচ্ছেন বিএলওরা। যদিও বঙ্গ বিধানসভা ভোটের কয়েকমাস আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে তৃণমূল। কোনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই আবহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া UIDAI এর তথ্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সুর চড়িয়েছে তৃণমূল। শাসকদল ‘বিস্ফোরক তথ্য’ দাবি করে লিখছে, ‘রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে জানা গিয়েছে, UIDAI–এর অধিকর্তারা পশ্চিমবঙ্গের প্রায় ৩২-৩৪ লক্ষ মৃত বাসিন্দার আধার নম্বর নিষ্ক্রিয় করা হয়েছে বলে CEO মনোজ আগরওয়ালকে অবহিত করেছেন এবং জানিয়েছেন এই নিষ্ক্রিয়তাকেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু UIDAI নিজেই সংসদে জানিয়েছে যে, তারা রাজ্যভিত্তিক, বছরভিত্তিক বা কারণভিত্তিক কোনও আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংরক্ষণ করে না। যদি সেটা সত্যি হয়, তাহলে কোন আইনগত বা প্রমাণের ভিত্তিতে এই বিপুল তথ্যপঞ্জী তৈরি করে হস্তান্তর করা হল?” পুরোপুরি সংবিধানকে উপেক্ষা বলে সোশাল মিডিয়ায় তোপ তৃণমূলের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *