Breaking News

এজরা স্ট্রিটে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে দমকল মন্ত্রী সুজিত বসু!২২ বার আগুন লাগা নিয়ে ক্ষুব্ধ কাউন্সিলর

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে। শনিবার ভোর ৫টা নাগাদ বড়বাজারের ইলেকট্রিক সামগ্রীর দোকানে লেগে যায় আগুন। প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২৪টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয় দমকলকে। শেষ পর্যন্ত প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকায় যান দমকল মন্ত্রী সুজিত বসু। যান মেয়র ফিরহাদ হাকিম। কথা বলেন সুজিত বসুর সঙ্গে। এলাকাটি ঘুরে দেখেন তিনি। বলেন, এই ঘটনার পিছনে বেআইনি কিছু থাকলে তার ব্যবস্থা নেওয়া হবে। আগুন লাগার কারণ জিজ্ঞেস করা হলে তিনি জানান, ফরেন্সিক না হওয়া পর্যন্ত কিছু জানা যাবে না। কীভাবে থেকে আগুন লেগেছে জানার চেষ্টা চলছে। ব্যবসায়ীদের সবরকম সাহায্য করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। তাঁদের অনুরোধ করেছেন, ফায়ার পরিষেবার জন্য যেসকল ব্যবস্থা নিতে হয়, সেগুলোর দিকে নজর দিতে হবে।এদিন ঘটনাস্থল পরিদর্শনের পর মেয়র ফিরহাদ হাকিম বলেন, “ওই বহুতলে বহু বৈদ্য়ুতিন তার অগোছালোভাবে দেখা গিয়েছে। আমি সিইএসসি, দমকল, ব্যবসায়ী সমিতি, পুরসভা, পুলিশকে নিয়ে বৈঠক করব। যাতে বড়বাজারে যাঁরা ব্যবসা করেন, তাঁরা সুষ্ঠুভাবে করতে পারেন। যাতে দমকল আসতে অসুবিধা না হয়, তা দেখার দায়িত্ব সকলের।” ওই অগ্নিদগ্ধ বহুতল বহু প্রাচীন। কমপক্ষে বাইশবার আগুন লেগেছে বলেই দাবি ক্ষুব্ধ কাউন্সিলর সন্তোষ পাঠকের। তাঁর অভিযোগ, “এটা ঘিঞ্জি এলাকা। ২২ বার আগুন লেগেছে। আগুন লাগার ঝুঁকি নিয়ে বহুবার দমকল, পুলিশ কমিশনারকে লিখেছি। কাকে বলিনি? কারও টনক নড়েনি। কাগজ আমার কাছে আছে। কিছুই ঠিকঠাক হয়নি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *