নিজস্ব সংবাদদাতা :- কলকাতা থেকে দিল্লি পুলিশের জালে সিরিয়াল কিলার। দিল্লি পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে অভিযুক্ত। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ছটি খুনের ঘটনায় অন্যতম ছিলেন এই ব্যক্তি। তাঁকেই গ্রেফতার করেছে পুলিশ।এক ঘণ্টার মধ্যে ৩জনকে খুন করে তিহাড়ে, পরিচয় বদলে তারপর চলে আসে কলকাতায়! এই গ্যাংস্টারের খোঁজেই কলকাতায় এসে পৌঁছয় দিল্লি পুলিশের স্পেশাল সেল। অবশেষে রিপন স্ট্রিট থেকে জেল পালানো গ্যাংস্টার গ্রেফতারকে গ্রেফতার করা হয়েছে।মূলত, সে উত্তরপ্রদেশের বাসিন্দা। অভিযুক্ত সোহরাবের বিরুদ্ধে খুন-সহ একাধিক মামলা রয়েছে। জানা গিয়েছে, ৬ মাস আগে প্যারোলে মুক্তি পেয়ে আর জেলে ফেরেনি সোহরাব। এরপরেই সোহরাবের খোঁজে পার্ক স্ট্রিট থানার পুলিশকে নিয়ে অভিযান চালায় দিল্লি পুলিশ। সূত্র মারফৎ খবর, অন্যের পরিচয়পত্র ব্যবহার করে অ্যাপ বাইক চালাচ্ছিল সোহরাব। এরপর রিপন স্ট্রিট থেকে উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতী সোহরাব গ্রেফতার করেছে পুলিশ। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ভীন রাজ্যের দুষ্কৃতীদের নয়া আখড়া হয়ে উঠছে এ রাজ্যে? কয়েকদিন আগেও বিহার, ঝাড়খণ্ড থেকে বাংলায় আগ্নেয়াস্ত্র বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল।
Hindustan TV Bangla Bengali News Portal