প্রসেনজিৎ ধর :-কলকাতা বিমানবন্দরে গ্রেফতার আফগান নাগরিক।কুয়ালালামপুর যাওয়ার সময় বিমানবন্দরে পাকরাও আফগান নাগরিক।আফগান নাগরিককে গ্রেফতার অভিবাসন দফতরের।ধৃতের বিরুদ্ধে জাল নথি দিয়ে ভারতীয় পাসপোর্ট বানানোর অভিযোগ রয়েছে ।ধৃতের থেকে মিলেছে মোট ৩টি পাসপোর্ট, ১টি ভারতীয়, ২টি আফগান পাসপোর্ট।উদ্ধার হওয়া ৩টি পাসপোর্টের মধ্যে ১টি পাসপোর্টের নামে লুকআউট নোটিস।জাল পাসপোর্ট নিয়ে আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ। কলকাতার বউবাজার এলাকায় কিছুদিন ডেরা বেঁধে থাকা। তারপর এখান থেকে কুয়ালালামপুর যাওয়ার পথেই হাতেনাতে পাকড়াও ওই আফগান নাগরিক। জানা গিয়েছে, তার নাম ওয়াসিম আহমেদ। জানা যাচ্ছে, ওয়াসিমের বাড়ি কাবুলের লক্ষ্যগড়ে। সেখানে এ বি ওয়াহাব নামে তার নামে লুকআউট নোটিস জারি ছিল। সেখান থেকে পালিয়ে জাল পাসপোর্ট দিয়ে ভারতে ঢুকেছিল সে। গ্রেফতার হওয়ার পর ওয়াসিমের কাছে দুটি পাসপোর্ট উদ্ধার হয়। একটি নাসির আহমেদ নামে, তা আফগানিস্তানের পাসপোর্ট। অপরটি ভারতীয় পাসপোর্ট, সেখানে তার নাম নাসির খান।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জাল ভারতীয় পাসপোর্ট দেখিয়ে দমদম বিমানবন্দর থেকে কুয়ালালামপুর যাচ্ছিল ওয়াসিম আহমেদ। কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে। যদিও গ্রেপ্তারির পরও তার চোখমুখ ছিল ভাবলেশহীন। কী কারণে আফগানিস্তানে তার বিরুদ্ধে লুকআউট নোটিস ছিল, তা এখনও জানা যায়নি। এসআইআর আবহে জাল নথি নিয়ে ভারতে ঢুকে, ঘাঁটি গেড়ে থাকা নাগরিকদের খোঁজ মিলছে এবার। সেভাবেই দুই দেশে দুই নামে আলাদা পাসপোর্টের হদিশ মিলেছিল। তদন্ত করতে গিয়ে ওয়াসিম আহমেদের খোঁজ পায় পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal