প্রসেনজিৎ ধর, কলকাতা :-কয়লা পাচারের পর কয়লা চুরির তদন্তে নেমে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের একাধিক জায়গায় শুক্রবার সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আর সেই তল্লাশিতে এখনও পর্যন্ত কয়েক কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে সোনার গয়নাও। বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের ২৫টি জায়গা ও ঝাড়খণ্ডের ১৮টি জায়গায় চলছে ইডির অভিযান।শুক্রবার সকাল থেকেই ঝোড়ো তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা দল। সূত্রের খবর, এখনও পর্যন্ত ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ১কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এখনও চলছে তল্লাশি অভিযান।
শুক্রবার সকাল থেকেই ঝোড়ো তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা দল। সূত্রের খবর, এখনও পর্যন্ত ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ১কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এখনও চলছে তল্লাশি অভিযান।
কয়লা পাচার কাণ্ডকে কেন্দ্র করে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা ও হাওড়ার একাধিক জায়গায় সকাল সকাল পৌঁছে যায় গোয়েন্দাদের টিম। সল্টলেকের একে ব্লকে ২২৫ নম্বর বাড়িতেও হানা দেন ইডির আধিকারিকরা। এই বাড়ির মালিকের নাম নরেন্দ্র খারকা।এছাড়াও আসানসোল, দুর্গাপুর-সহ একাধিক জায়গায় ইডির অভিযান চলে রাজ্যে। গোপাল ঝুনঝুনওয়ালা নামে এক ব্যবসায়ী বাড়ি এখানে প্রবেশ করেছেন ইডির আধিকারিকরা।অভিযোগ, কয়লা পাচারকাণ্ডের কালো টাকা এই ব্যবসায়ীর কোম্পানির অ্যাকাউন্টে ঢুকেছিল।কলকাতা-হাওড়ায় আরও বেশ কয়েকটি জায়গায় হানা দেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।সল্টলেক-ইএম বাইপাসে একাধিক ঠিকানায় চলছে তল্লাশি। সূত্রের খবর, সল্টলেক, বাইপাস সংলগ্ন একটি আবাসন ও হাওড়ায় একযোগে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Hindustan TV Bangla Bengali News Portal