দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- চিংড়িহাটা মেট্রো নিয়ে রাজ্য ও মেট্রো কর্তৃপক্ষের দড়ি টানাটানি। রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ওই সংস্থা।নভেম্বরে কাজ শুরুর কথা থাকলেও তা হয়নি। নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথে বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশের অসম্পূর্ণ কাজ এখনও থমকে। আর তার জন্য রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করল নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)|আরভিএনএলের দাবি, রাজ্যের সঙ্গে মেট্রোর বৈঠকের পরেও চিংড়িহাটায় শুরু করা যাচ্ছে না মেট্রোর কাজ। যৌথ বৈঠকে সিদ্ধান্তের পরেও রাস্তা বন্ধ করছে না প্রশাসন। আইনজীবীর দাবি, যৌথ বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল নভেম্বরের শনি ও রবিবার রাস্তা বন্ধ রেখে মেট্রোর কাজ হবে। সেটা কার্যকর না হওয়ায় আটকে আছে মেট্রোর কাজ। রাজ্যের তরফে জানানো হয়, ইডেনে টেস্ট ম্যাচ এবং ম্যারাথন থেকে রাস্তা বন্ধ করা যাচ্ছে না। RVNL-কে লিখিত আকারে আবেদন জানানোর নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।শুক্রবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ আরভিএনএলকে সমস্যার কথা লিখিত আকারে জানানোর নির্দেশ দিয়েছে। লিখিত আবেদন পাওয়ার পর আগামিদিনে হাইকোর্ট কী পদক্ষেপ করে,সেদিকে তাকিয়ে সকলে।
Hindustan TV Bangla Bengali News Portal