Breaking News

এসআইআরের ফর্ম সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত বিএলও!গ্রেফতার মূল অভিযুক্ত

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভোটার তালিকা নিবিড় পরিমার্জনের কাজে গিয়ে আক্রান্ত বুথ স্তরীয় আধিকারিক। পরিচয় জানতে চেয়ে বিএলও-র উপর হামলা চালান এক স্থানীয় যুবক,যা ঘিরে তৈরি উত্তেজনা। ঘটনা মহেশতলা থানার অন্তর্গত ৩১ নম্বর ওয়ার্ডের ২৪৪ নম্বর পার্টের। বৃহস্পতিবার সকালে সেখানে বাড়ি বাড়ি এসআইআর ফর্ম সংগ্রহ করতে গিয়েছিলেন ওই বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও সন্তু চক্রবর্তী।স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার ৩১ নম্বর ওয়ার্ডের ২৪৪ নম্বর পার্টে বাড়ি বাড়ি ফর্ম সংগ্রহ করতে গিয়েছিলেন বিএলও সন্তু চক্রবর্তী। অভিযোগ, ওই এলাকার বাসিন্দা জনৈক সায়ন্তন সিংহ অতর্কিত তাঁকে আক্রমণ করেন। বিএলও-র দাবি, হঠাৎই তাঁর পরিচয়পত্র দেখতে চান। সন্তুর গলাতেই পরিচয়পত্র ঝোলানো ছিল। তার পরেও তিনি সেটা নজরে আনেন ওই যুবকের।সন্তু জানান, তিনি নির্বাচন কমিশনের নিযুক্ত কর্মী এবং বিএলও-র দায়িত্ব পালন করছেন। অভিযোগ এর পরেও বিনা প্ররোচনায় ওই স্থানীয় যুবক বিএলও-র শার্টের কলার ধরে টানাটানি শুরু করেন এবং তাঁকে বেধড়ক মারধর করেন। সন্তুর দাবি, তিনি গুরুতরভাবে আহত হয়েছেন।ওই ঘটনার পরে ‘আক্রান্ত’ বিএলও মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সায়ন্তনকে গ্রেফতার করেছে পুলিশ। আলিপুর আদালত তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এই ঘটনায় বিএলও-দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সন্তু। শুক্রবার শারীরিক অসুস্থতা নিয়েও বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহের দায়িত্ব পালন করছেন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *