দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অবশেষে নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল ঘোষণার দিনের আভাষ মিলল। শিক্ষা দফতর সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশন আগামী সোমবার ফলপ্রকাশ করতে পারে। শনিবার ফল প্রকাশের সম্ভাবনা থাকলেও তা পিছিয়ে গিয়েছে। প্রযুক্তিগত সমস্যার কাটিয়ে ফলপ্রকাশ বলে এই পদক্ষেপ।একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হলেও তাতে ডাক পাননি অনেক চাকরিহারা। তাই নবম-দশমের ফল প্রকাশের অপেক্ষায় আছেন তাঁরা। সোমবার ফল প্রকাশ হলে স্পষ্ট হয়ে যাবে, তাঁদের চাকরি থাকছে কি না।এদিকে, একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হওয়ার পর নানা জটিলতা দেখা দিয়েছে। সামনে আসে এক দাগি প্রার্থীর নাম। সেই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট অযোগ্যদের পুরো তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে। প্রায় ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের পর নতুন করে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে পরীক্ষা হয়েছে। নবম-দশম ও একাদশ-দ্বাদশের লেখা পরীক্ষা আগেই হয়ে গিয়েছে। এখন বাকি রয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি-র পরীক্ষা।গত সোম ও মঙ্গলবার একাদশ-দ্বাদশে নিয়োগের জন্য নথি যাচাইয়েরও কিছু সমস্যা দেখা গিয়েছে। কমিশন এমন ২৬ জন চাকরিপ্রার্থীকে চিহ্নিত করেছে, যাঁরা ভুয়ো নথি জমা দিয়েছিলেন। সূত্রের খবর, এই ধরনের ভুলের পুনরাবৃত্তি যাতে নবম-দশমের ক্ষেত্রে না হয়, তা সুনিশ্চিত করতেই খানিকটা সময় হাতে রাখতে চাইছেন কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে এসএসসি সমস্ত নথি যাচাই করে ফলপ্রকাশ করতে চাইছে। এসএসসি-র দেওয়া তথ্য অনুযায়ী, নবম-দশম শ্রেণির জন্য ২৩,২১২টি শূন্যপদ ছিল। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। মোট ১১টি বিষয়ে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। তবে, ওই শূন্যপদের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে, এমন আভাসও মিলেছে এসএসসি-র তরফে। ওই তালিকা ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের আগে প্রকাশ করা হবে।এসএসসি নবম ও দশমের লিখিত পরীক্ষার ফলাফল ওয়েবসাইট মারফত প্রকাশ করবে। পরীক্ষার্থীদের রোল নম্বর এবং জন্ম তারিখের তথ্য জমা দিয়ে ওই ফলাফল দেখে নিতে হবে। ফল প্রকাশের পরই ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের জন্য কারা ডাক পাবেন, সেই তালিকাও প্রকাশ করবে কমিশন।
Hindustan TV Bangla Bengali News Portal