প্রসেনজিৎ ধর, কলকাতা :- মহাত্মা গান্ধী রোড স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক যাত্রী। এর জেরে শনিবার দুপুরে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) আবার থমকে গেল পরিষেবা। যদিও কিছুক্ষণের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে মেট্রো কর্তৃপক্ষের দাবি।শনিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ এমজি রোড স্টেশনে ঘটনাটি ঘটে। শহিদ ক্ষুদিরামগামী ডাউন লাইনে মেট্রোর সামনে ঝাঁপ দেন এক যাত্রী। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শুরু হয় উদ্ধারকাজ। এই ঘটনার জেরে আপ ও ডাউন— দুই লাইনেই পরিষেবা ব্যাহত হয়। দক্ষিণেশ্বর থেকে দমদম এবং ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ভাঙাপথে মেট্রো চলাচল শুরু হয়। শেষমেশ ৪টে ১৩ মিনিট থেকে আবার সম্পূর্ণ পথে মেট্রো চলাচল শুরু হয় |
মেট্রোয় আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা নতুন কিছু নয়। তা ঠেকাতে মেট্রোর তরফে একাধিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। সচেতনতামূলক বিভিন্ন প্রচার চালানো হচ্ছে। নতুন লাইনগুলিতে স্টেশনে বসানো হয়েছে গেটও। কিন্তু এরপরেও আত্মহত্যার ঘটনা যে ঠেকানো সম্ভব হয়নি, এই ঘটনাই প্রমাণ।
Hindustan TV Bangla Bengali News Portal