দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কসবার হোটেলের ঘর থেকে শনিবার দুপুরে উদ্ধার হয় এক যুবকের দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের গায়ে কোনও পোশাক ছিল না। আদর্শ লোসাল্কা নামে ৩৩ বছরের ওই যুবকের সঙ্গেই হোটেলের ঘরে এসেছিলেন দু’জন। তাঁদের মধ্যে ছিলেন এক মহিলাও। হোটেলে প্রবেশের প্রায় পাঁচ ঘণ্টা পরে সেখান থেকে বেরিয়ে যান ওই মহিলা এবং সঙ্গী যুবক। মৃতের সেই দুই সঙ্গীর খোঁজ করছে পুলিশ। কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) রূপেশ কুমার জানিয়েছেন, তিন জনই হোটেলে ঘর ভাড়া নেওয়ার সময়ে পরিচয়পত্র দেখিয়েছিলেন। সেই পরিচয়পত্র এখন খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ওই হোটেলে তিনজন উঠেছিলেন। কিন্তু অনেক রাতে দু’জন হোটেল থেকে বেরিয়ে যান। শোনা যাচ্ছে, এক মহিলাও তাঁদের সঙ্গে ছিলেন। আজ শনিবার দুপুরে একজনের দেহ উদ্ধার হয়। জানা যাচ্ছে, দেহটি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে তৈরি হয়েছে রহস্য। বিশেষ করে তিনজন একসঙ্গে হোটেলে উঠলেও মধ্যরাতে দু’জন কেন বেরিয়ে গেল তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে যদিও সে বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। ঘটনার সঙ্গে দু’জনের কোনও যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদর্শ বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা। মাঝেমধ্যে কলকাতায়ও থাকতেন তিনি। পেশায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ)।
Hindustan TV Bangla Bengali News Portal