Breaking News

দিল্লি-সহ বহু বিমানবন্দরে মাঝরাত পর্যন্ত বাতিল বিমান?বিপর্যস্ত ইন্ডিগো, কলকাতায় বাতিল ৯২ বিমান,দেরি ৩২০ ফ্লাইটের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ইন্ডিগোর বিমান পরিষেবা স্বাভাবিক হয়নি। বৃহস্পতিবার ৫৫০টি বিমান বাতিল করেছে বিমানসংস্থা। যাত্রীদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করছেন তাঁরা। ঠিক কোন সময়ে বিমান ছাড়বে, তা সংস্থার তরফে জানানো হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ইন্ডিগো তাদের ফ্লাইট বাতিলের জন্য সংশোধিত ফ্লাইট ডিউটি ​​টাইম লিমিটেশন (FDTL) নিয়ম বাস্তবায়নে সম সমস্যার সম্মুখীন হচ্ছে। দুর্ভোগের জন্য ক্ষমা চেয়েছে ইন্ডিগো।গত ৩ তারিখ থেকে শুক্রবার ৫ তারিখ দুপুর ২টো পর্যন্ত কলকাতায় ইন্ডিগোর ৯২টি বিমান বাতিল করা হয়েছে। কলকাতায় আসা ও যাওয়া দুই ক্ষেত্রেই ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। এই কয়েক দিনে প্রায় ৩২০টি ইন্ডিগোর বিমান নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে কলকাতায় অবতরণ করেছে বা কলকাতা ছেড়ে অন্য রাজ্য ও শহরের উদ্দেশ্যে উড়ে গিয়েছে।এই তিন দিনে ইন্ডিগোর মোট ৪৬৮টি বিমানের আসা যাওয়া নির্ধারিত ছিল। কিন্তু নানা কারণে সময়সূচি ব্যাপকভাবে ব্যাহত হয়। এর ফলে যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা, বোর্ডিং কাউন্টারে ভিড় এবং নির্ধারিত যাত্রা অনিশ্চয়তার কবলে পড়ে।বিমানবন্দর সূত্রের দাবি, কর্মী সংকট থেকে শুরু করে অপারেশনাল চাপে এই গোলমালের সৃষ্টি। যাত্রীরা ক্ষোভ উগরে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে এয়ারলাইন ও বিমানবন্দর কর্তৃপক্ষের মধ্যে যোগাযোগ চলছে বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে আরও বড় বিপর্যয়ের খবর দিয়েছে ইন্ডিগো। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে ইন্ডিগোর সমস্ত উড়ান বাতিল ঘোষণা করা হয়েছে। দুপুর থেকেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (IGI)-এ যাত্রীদের জানিয়ে দেওয়া হয় যে ক্রমাগত বেড়ে চলা অপারেশনাল বিশৃঙ্খলার কারণে সব নির্ধারিত প্রস্থান স্থগিত থাকবে|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *