দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শিক্ষানবিশ পাইলটের রহস্যমৃত্যু কলকাতায় | গিরিশ পার্কের একটি বাড়ি থেকে উদ্ধার হল তরুণের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি প্রকাশ্যে এসেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।মৃত ওই যুবকের নাম সৌম্যদিত্য কুণ্ডু। গত কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকা থেকে পাইলটের ট্রেনিং নিয়ে ফেরেন ওই যুবক। পরিবারের দাবি, এরপর থেকেই তিনি চুপচাপ ছিলেন। বুধবার গিরিশ পার্কের একটি বাড়ির পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় সৌম্যদিত্যের দেহ। কিন্তু কেন এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে গিরিশ পার্ক থানার পুলিশ।পরিবার সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকায় পাইলটের প্রশিক্ষণ নিচ্ছিল সৌম্যদিত্য। বুধবার বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় সে। রাতে আর ফেরেনি। বারবার ফোন করেও সাড়া না পেয়ে চিন্তিত পরিবারের সদস্যরা শেষমেশ লোকেশন ট্র্যাক করেন। দেখা যায়, সংকেত থমকে রয়েছে গিরিশ পার্কেই।পরিবার পৌঁছে তালা ভেঙে ঢুকতেই স্তব্ধ হয়ে যায় সবাই। ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে সৌম্যদিত্যর নিথর দেহ। ঘর থেকেই উদ্ধার হয় একটি ট্যাব। তাতে লেখা মাত্র একটি শব্দ— “LOST”। এর নেপথ্যে কী ইঙ্গিত লুকিয়ে, তা এখনও বুঝে উঠতে পারেনি কেউই।পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আত্মহত্যা, নাকি অন্য কোনও যোগসূত্র— সব দিকই খতিয়ে দেখছে তদন্তকারীরা।
Hindustan TV Bangla Bengali News Portal