প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসআইআর এর হিয়ারিংয়ের কাজ খতিয়ে দেখতে দুই সদস্যের প্রতিনিধি দল আসছে রাজ্যে। বিশেষ এই টিমে থাকবেন প্রিন্সিপাল সেক্রেটারি এসবি জোশি ও ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। ২৪ ডিসেম্বর নজরুল মঞ্চে মাইক্রো অবজার্ভারদের নিয়ে যে ট্রেনিংয়ের বন্দোবস্ত করেছে কমিশন, সেখানেই উপস্থিত থাকবেন নির্বাচন কমিশনের এই উচ্চপদস্থ আধিকারিকরা, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।ফের রাজ্য সফরে আসছেন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি এসবি জোশি ও ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়ালও। বাংলায় এসআইআর-এর কাজ নিয়ে ইতিমধ্যেই ব্যাপক গাফিলতি ধরা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। জানা গিয়েছে,সে সবই খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এই বিশেষ প্রতিনিধি দল আসতে চলেছে। তাঁরা যেমন একদিকে চলতি এসআইআর পর্বের কাজ পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবেন, এর পাশাপাশি আসন্ন চূড়ান্ত পর্যায়ের কাজে যাতে আর কোনও গাফিলতি না হয়, মূলত সেই বিষয়েই কমিশনের নির্দেশকে মনে করিয়ে দিতে তারা বাংলায় আসছেন।এদিকে ২৪ ডিসেম্বর নজরুল মঞ্চে মাইক্রো অবজার্ভারদের নিয়ে যে ট্রেনিং হবে, সেখানেও নির্বাচন কমিশনের এই আধিকারিকরা উপস্থিত থাকতে পারেন বলে খবর। কমিশনের এক সূত্র বলছে, যাতে শেষ পর্যায়ে এসে নতুন করে আর কোনও ভুল না হয়, সেই কথা মনে করিয়ে দেওয়ার জন্যই আসছে দুই সদস্যের প্রতিনিধি দল।
Hindustan TV Bangla Bengali News Portal