নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-সাতসকালে রাস্তায় ফলবিক্রেতাকে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল রাজাবাজারে| মৃতের নাম মেহতাব আলম। জানা গিয়েছে, বাইকে করে দুষ্কৃতীরা এসে মেহতাবকে এলোপাথাড়ি কুপিয়ে চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। হামলার আগে দু’পক্ষের বেশ কিছুক্ষণ কথাকাটাকাটি হয় বলেও খবর স্থানীয় সূত্রে। জানা গিয়েছে, আচমকাই এলোপাথাড়ি কুপিয়ে মেহবুবকে রাস্তায় ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতিরা। তাঁকে উদ্ধার করা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ওই ধারাল অস্ত্রটি উদ্ধার করেছে।ময়নাতদন্তের জন্য মেহবুবের দেহ পাঠানো হয়েছে সরকারি হাসপাতালে। রিপোর্ট এলে বিষয়টি আরও কিছুটা স্পষ্ট হবে বলে মত পুলিশের। প্রত্যক্ষদর্শী মারফত জানা গিয়েছে, বাইকে আসা ২ যুবকের সঙ্গে কোনও বিষয়ে কথা কাটাকাটি হচ্ছিল মেহতাবের। কিন্তু কী নিয়ে, তা জানা যায়নি। স্রেফ ফল কেনা নিয়ে বচসা নাকি অন্য কিছু, তাও এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হচ্ছে। এই ঘটনায় চরম আতঙ্ক এলাকায়। কিন্তু কেন এই হামলা? নেপথ্যে কারা? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal