Breaking News

‘ফেব্রুয়ারিতেই চিংড়িহাটা মেট্রোর কাজ শেষ করতে হবে’, জট কাটিয়ে বড় নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শেষ পর্যন্ত আদালতের নির্দেশেই কাটছে চিংড়িহাটা মেট্রোর জট। চিংড়িহাটা মেট্রোর বাকি কাজ শেষ করার জন্য বেঁধে দেওয়া হল সময়সীমা। পিলার তৈরির জন্য এবার সময়সীমা বেঁধে হাইকোর্ট। ১৫ ফেব্রুয়ারির আগে মেট্রোর পিলার তৈরির কাজ শেষ করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে আদালত। ১৫ ফেব্রুয়ারির আগে তিন রাত ট্র্যাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। কবে, কীভাবে ট্র্য়াফিক নিয়ন্ত্রণ হবে সেটা ৬ জানুয়ারির মধ্যে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল-কে জানাবে রাজ্য। এমনটাই নির্দেশ এসেছে কলকাতা হাইকোর্ট থেকে। প্রসঙ্গত, এর আগে হাইকোর্টের নির্দেশে রাজ্য-রেল বৈঠকেও সমাধান মেলেনি। এবার দেখার শেষ পর্যন্ত বাস্তবের মাটিতে জট কতটা কাটে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে কাজ সম্পন্ন করতে সময়সীমা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ,’এখন বিভিন্ন ফেস্টিভ্যালের সময়। ভারতবর্ষ ফেস্টিভ্যালের দেশ। মেট্রোরেলের কাজের সঙ্গে বৃহত্তর জনগনের স্বার্থ জড়িয়ে রয়েছে। রাজ্যের মনোভাবে আমরা সন্তুষ্ট নই।শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হলে নির্মাণকারী সংস্থা আরভিএনএল আদালতে অভিযোগ করে জানায়, পুলিশ জানিয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের কোনও এক সময় ট্রাফিক নিয়ন্ত্রণ করা যেতে পারে। কিন্তু মাত্র তিনদিন রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণ করলেই কাজ শেষ হয়ে যাবে। এরপরেই জানুয়ারি মাসে এই কাজ করা সম্ভব কিনা তা রাজ্যকে জানাতে নির্দেশ দেয় হাইকোর্ট। এই প্রেক্ষাপটে এদিন মামলার শুনানিতে চিংড়িহাটায় মেট্রো প্রকল্পের পিলার নির্মাণে সময়সীমা বেঁধে দিল হাই কোর্ট।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *