প্রসেনজিৎ ধর :-ডুয়ার্সের এলাকাগুলিতে বন্যপ্রাণের হানা ও প্রাণহানির ঘটনা যেন থামছেই না। বৃহস্পতিবার বড়দিনে ফের হাতির হানায় প্রাণ হারালেন এক প্রৌঢ় | ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার জটেশ্বর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব ব্যাংকান্দি এলাকায়। মৃতের নাম পবিত্র রায় (৫৫)।ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছান মাদারিহাটের রেঞ্জার শুভাশিস রায় এবং জটেশ্বর ফাঁড়ির ওসি দেবাশিস রঞ্জন দেব। পুলিশ ও বনকর্মীদের উপস্থিতিতে সকাল ৯টা নাগাদ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। রেঞ্জার শুভাশিস রায় জানিয়েছেন, সরকারি নিয়ম মেনে পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। মৃতের ছেলে বিবেক রায় বলেন, ‘বাবাকে এভাবে অকালে হারাব, তা ভাবতেও পারছি না।’ এদিকে ঘটনার পর থেকে এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, জঙ্গলে খাবারের অভাব ও করিডোর সমস্যার কারণে মাঝেমধ্যেই বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ছে, যার চরম মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বন দপ্তর থেকে এলাকাটিতে বাড়তি নজরদারির আশ্বাস দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যেতেই হাতির সামনে পড়ে যান তিনি। এরপরই হাতির তাড়া খেয়ে দেখে প্রাণভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন ওই প্রৌঢ়। কিন্তু গজরাজ তাঁর পিছু ধাওয়া করে। দৌড়ে নিজের বাড়ির উঠোনে পৌঁছালেও শেষরক্ষা হয়নি। সেখানেই হাতিটি তাঁকে পিষে মেরে ফেলে।
Hindustan TV Bangla Bengali News Portal