দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-নেতাজি ভবন মেট্রো স্টেশনে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার ঘটনায় ফের চাঞ্চল্য ছড়াল। এক যাত্রী আত্মহত্যার চেষ্টা করায় কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়। ঘটনার জেরে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়, ফলে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, নেতাজি ভবন স্টেশনে ট্রেন ঢোকার সময়ই ওই ব্যক্তি আচমকা লাইনে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে ট্রেন থামানো হয় এবং উদ্ধারকাজ শুরু হয়। নিরাপত্তা ও উদ্ধার প্রক্রিয়া চলাকালীন পরিষেবা আংশিকভাবে বন্ধ রাখতে হয়।মেট্রো সূত্রে জানা গিয়েছে, বিকেল ৫টা ১৭ নাগাদ ব্লু লাইনে আপ অর্থাৎ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো যখন নেতাজি ভবন স্টেশনে ঢোকে, তখন তার সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তাঁকে কোনওক্রমে বাঁচানো গেলেও মেট্রো পরিষেবা বিঘ্নিত হয়। প্রায় ১২,১৩ মিনিট মেট্রো চলাচল বন্ধ থাকলেও বিকেল সাড়ে ৫টা থেকে তা নির্দিষ্ট রুটে চালু হয়। তবে ব্লু লাইনের গোটা পথে এই মুহূর্তে পরিষেবা পাওয়া যায় না। আপ ও ডাউনে ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকে । ৬টা নাগাদ মেট্রোর তরফে জানানো হয়,পরিষেবা স্বাভাবিক হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal