নিজস্ব সংবাদদাতা :-রাজ্যজুড়ে চলছে এসআইআরের শুনানি পর্ব| এর মধ্যেই বস্তাভর্তি আধার কার্ড, ব্যাঙ্কের নথি পুড়িয়ে ফেলার অভিযোগ। এমনকী পোড়ানো হচ্ছিল পোস্ট অফিসের নথিপত্রও। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার শান্তিপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। কেন আধার কার্ড, ব্যাঙ্কের নথি পোড়ানো হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীদের দাবি, ওই বস্তার মধ্যে আধার কার্ড, ব্যাঙ্ক ও পোস্ট অফিস সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ছিল। যেগুলি ডেলিভারি করা হয়নি। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বপূর্ণ নথিপত্র সহ ১ ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুরো ঘটনার তদন্ত চলছে। এই ঘটনার পিছনে অন্য কোনও অভিসন্ধি আছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে। যে নথিগুলি পোড়ানো হয়েছে সেই পোড়া অংশ তদন্তের স্বার্থে সংগ্রহ করেছে পুলিশ।এরপরেই বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন স্থানীয় মানুষজন। অন্যদিকে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুলিশও তদন্ত শুরু করেছে।
Hindustan TV Bangla Bengali News Portal