Breaking News

ছাব্বিশের লড়াইয়ের আগে সংগঠন চাঙ্গা করতে বঙ্গ সফরে বিজেপি সভাপতি জে পি নাড্ডা!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন আরও মজবুত করতে এবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। অমিত শাহের পর এবার নাড্ডার রাজ্য সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। দলীয় সূত্রে খবর, আগামী ৮ জানুয়ারি কলকাতায় একটি স্বাস্থ্য বিষয়ক কর্মসূচিতে যোগ দিতে আসছেন তিনি।কলকাতায় থাকাকালীন রাজ্য বিজেপির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও করতে পারেন নাড্ডা। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য তাঁকে দলীয় বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ওইদিনই দলের শীর্ষ নেতৃত্ব ও নেতা-কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসে ছাব্বিশের নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা করতে পারেন সর্বভারতীয় সভাপতি।
বর্তমানে জে পি নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সভাপতির পদেও রয়েছেন। যদিও তাঁর উত্তরসূরি হিসেবে কার্যকরী সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বিহারের নীতীন নবীন। ভবিষ্যতে তাঁর হাতেই সর্বভারতীয় সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
রাজ্যে নির্বাচন যত এগিয়ে আসছে, ততই দিল্লি থেকে বিজেপি নেতৃত্বের ঘন ঘন সফর ও সাংগঠনিক তৎপরতা বাড়ছে। এ নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অবশ্য কটাক্ষ করে একে ‘ডেলি প্যাসেঞ্জারি’ বলেও আখ্যা দিয়ে থাকে। তবে এসব কটাক্ষকে গুরুত্ব না দিয়ে ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নামতে মরিয়া বঙ্গ বিজেপি, আর সেই প্রস্তুতিরই অঙ্গ হিসেবে দেখা হচ্ছে জে পি নাড্ডার এই সফরকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *