দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বর্ষবরণের রাতে শক্ত হাতে আইনশৃঙ্খলা মোকাবিলা করতে তৎপর ছিল কলকাতা পুলিশ। গোটা শহরে একাধিক জায়গায় নাকা চেকিং ছিল। জায়গায় জায়গায় ভিড় সামলাতে পুলিশ বাহিনী মোতায়েন ছিল। ১ জানুয়ারি কলকাতা পুলিশ জানিয়েছে, ৩১ ডিসেম্বরের রাতে নিউ ইয়ার ইভ চলাকালীন মোট ২৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, কত পরিমাণ মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে, সবটাই জানিয়েছে কলকাতা পুলিশ।শুধু তাই নয়, ট্রাফিক লঙ্ঘন করায় পুলিশের হাতে ধরা পড়েছেন ১৩০১ জন।বড়দিন এবং বর্ষবরণের কথা মাথায় রেখে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি সমস্ত জায়গাতে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা হয়। বিশেষ করে বর্ষবরণের রাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে নাকা চেকিংয়ের পাশাপাশি ভিড়ের মধ্যেই সাদা পোশাকের পুলিশ। সেই সময় বিশৃঙ্খলা, বেল্লালাপনার অভিযোগে মোট ২৬৩ জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি হেলমেট ছাড়া বাইক চালানোর অপরাধে ৪৮০ জনকে ধরা হয়। তিনজনকে নিয়ে চালানোর অপরাধে ধরা হয় ২৩৫ জনকে। মদ্যপ অবস্থায় বাইক গাড়ি চালানোর অপরাধে ধরা হয়েছে ১৪৯ জন। এছাড়াও ট্রাফিক লঙ্ঘন না মানার জন্য আরও বেশ কয়েকজনকে ধরা হয়। সব মিলিয়ে মোট ১৩০১ জনকে ধরা হয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal