দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এক ধাক্কায় প্রায় দু’ডিগ্রি বেড়ে গেল কলকাতার তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে।হাওয়া অফিসের আপডেট বলছে, পশ্চিমী ঝঞ্ঝার কোপ বাড়ছে। তার জেরেই ফিকে হচ্ছে শীত। ২ দিনের মধ্যে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে কলকাতার তাপমাত্রা। আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুদিনে আরও বাড়বে গরম। ২ দিনে আরও ২ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। তারপর দু-তিন দিন একই রকম থাকবে আবহাওয়া। কলকাতায় ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে। তবে ঝঞ্ঝা কাটলেই আবার ফিরবে জাঁকিয়ে শীত। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে পঞ্জাব ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে এই ঝঞ্ঝা।ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। যার জেরে কুয়াশার দাপট বাড়বে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ সহ-বেশ কয়েকটি জেলায়। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ও শনিবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। দার্জিলিংয়ের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা।জানা গিয়েছে, দার্জিলিং সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।উত্তরবঙ্গে ঠান্ডার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিঙে হতে পারে তুষারপাত। এছাড়া, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।
Hindustan TV Bangla Bengali News Portal